০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


পুতিন-আবে বৈঠকে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ

-

রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। বৈঠকে দুই নেতা দীর্ঘ আঞ্চলিক বিরোধসহ নানা বিষয়ে উভয় দেশের মতপার্থক্য নিয়ে কথা বলেন। জোর দেন বিরোধপূর্ণ দ্বীপসহ অন্যান্য বিষয়ে বিরোধ নিষ্পত্তির ওপর। বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, রাশিয়া-জাপান শান্তিচুক্তি সমস্যা সমাধানে আরো বেশি সময় ও ধৈর্য প্রয়োজন, যাতে করে উভয় পক্ষ একটি সন্তোষজনক সমাধান খুঁজে বের করতে পারে।
রুশ নেতা বলেন, শান্তিচুক্তি নিয়ে দুই দেশ ইতোমধ্যে অনেক বছর আলোচনা করেছে। তবে আরো বেশি সময় প্রয়োজন। উভয় দেশের প্রধান কর্তব্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক সার্বিক ও স্থায়ীভাবে উন্নয়ন করতে থাকা। একই সাথে দুই রাষ্ট্রের পৌঁছানো মতৈক্যে উভয় দেশের জনগণ ও সামাজিক জনমতের সমর্থন পেতে হবে। টোকিওর সাথে শান্তিচুক্তি স্বাক্ষরের ব্যাপারে মস্কো আগ্রহী বলেও মন্তব্য করেন পুতিন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, শান্তিচুক্তি কঠিন হলেও এ বিষয়টির সমাধান করতে চায় টোকিও। দুই দেশের কূটনৈতিক বিভাগের প্রতিনিধিদের আন্তরিক আলোচনাকে স্বাগত জানান তিনি। শিনজো আবে বলেন, এ সমস্যার সমাধান ত্বরান্বিত করতে দুই দেশের প্রতিনিধিরা ফেব্রুয়ারিতে নতুন দফা আলোচনা শুরু করবেন।
উল্লেখ্য, আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফর করছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এতে বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জসহ আঞ্চলিক বিরোধের নানা বিষয় নিয়ে আলোচনার সুযোগ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে এ দ্বীপপুঞ্জই দুই দেশের জন্য বাধা হয়ে আছে। মঙ্গলবার রাশিয়া সফরে গেলেন অ্যাবে।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবকের যাবজ্জীবন বার্সার হারে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রাঙ্গামাটিতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান পবিত্র ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান

সকল