২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ার সর্বশেষ ঘাঁটি থেকেও চলে যাচ্ছে আইএস সদস্যরা

-

সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের সর্বশেষ ঘাঁটি থেকে প্রায় পাঁচ হাজার লোক অন্যত্র চলে গেছে। সোমবার থেকে ওই এলাকা ত্যাগ করা এসব লোকজনের মধ্যে আইএসের প্রায় ৫০০ যোদ্ধাও রয়েছে।। এ অঞ্চলে আইএস ক্রমেই তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সেপ্টেম্বর মাস থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশ দির এজোর থেকে আইএসকে হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে। মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদুর রহমান বলেন, ‘সোমবার থেকে প্রায় চার হাজার ৯০০ লোক দির এজোর প্রদেশ থেকে অন্যত্র চলে যায়। এদের বেশির ভাগই নারী। এসব লোকের মধ্যে তিন হাজার ৫০০ জন মঙ্গলবার ওই এলাকা ছেড়ে যায়।’ পর্যবেক্ষণ সংস্থা জানায়, বেসামরিক লোকদের বেশির ভাগই আইএস যোদ্ধাদের পরিবারের সদস্য।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএল) ভাড়া করা ট্রাকে করে তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। এসডিএফ একটি কুর্দি নেতৃত্বাধীন জোট। তারা আইএসের বিরুদ্ধে লড়াই করছে।

 


আরো সংবাদ



premium cement