২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ওয়ানঝুকে প্রত্যর্পণে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে যুক্তরাষ্ট্র

-

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে প্রত্যর্পণে কানাডার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে যুক্তরাষ্ট্র। সে দেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত কানাডীয় সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ডেভিড ম্যাকনাফটনের একটি সাক্ষাৎকার সোমবার গ্লোব অ্যান্ড মেইল সংবাদপত্রে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র কানাডাকে বলেছে, তারা মেং ওয়ানঝুকে প্রত্যর্পণে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে। তবে এই অনুরোধ কবে জানানো হবে, তা উল্লেখ করেননি রাষ্ট্রদূত।
মেং ওয়ানঝুকে প্রত্যর্পণে কানাডার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর শেষ সময় ৩০ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছরের ১ ডিসেম্বর ওয়ানঝুকে গ্রেফতার করে কানাডা। হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভাঙ্কুভার বিমানবন্দরে ওয়ানঝুর যাত্রাবিরতি ছিল। সেখানেই গ্রেফতার হন তিনি। গ্রেফতারের পর গত মাসেই জামিনে মুক্তি পান ওয়ানঝু। কানাডায় কড়া নজরদারির মধ্যে আছেন তিনি। আগামী ৬ ফেব্রুয়ারি ওয়ানঝুকে ফের ভাঙ্কুভারের আদালতে তোলা হবে। ওয়ানঝুর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সাথে ব্যবসা করার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে বিচারে দোষী সাব্যস্ত হলে তার ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। ওয়ানঝুকে গ্রেফতারের জেরে কানাডার সাথে চীনের সম্পর্কের টানাপোড়েন চলছে।

 


আরো সংবাদ



premium cement