২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা ও মোঃ ইকরামুল হক টিটুকে প্রশাসক নিয়োগ করায় আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা - নয়া দিগন্ত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা ও সদ্য বিলুপ্ত পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শহর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী যোগদান করেন।

শোভাযাত্রা শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু।

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূইয়া ও অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, আওয়ামীলীগ নেতা শওকত জাহান মুকুল, আহমদ আলী আকন্দ, আবু সাঈদ, দীন ইসলাম ফখরুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব, মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হওয়ার পর ১৬ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক নিয়োগ করা হয়।


আরো সংবাদ



premium cement
ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি পিনাকীসহ দু'জনের বিরুদ্ধে চার্জশিট, একজনকে অব্যাহতির সুপারিশ সিরাজদিখানে প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল?

সকল