২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ময়মনসিংহে তৃতীয় দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

-

নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহে শনিবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ময়মনসিংহ শহরের টাউনহল, নতুনবাজার ও গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। টাউনহল মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা বেশ কিছু সরকারি ও বেসরকারি যানবাহন আটকে দেয় এবং তাদের গাড়ির কাগজপত্র চেক করে।
শিক্ষার্থীরা নিয়ম মেনে গাড়ি চালনার জন্যও চালকদের পরামর্শ দেয়। এক পর্যায়ে বিভিন্ন মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রনেরও কাজ শুরু করে। বিকেল তিনটা পর্যন্ত শহরের প্রধান প্রধান এলাকার পুরো ট্রাফিক নিয়ন্ত্রনে ছিল শিক্ষার্থীদের। এসময় রিকসা, ইজিবাইকসহ সব ধরণের যানবাহন সারিবদ্ধভাবে চলাচল করতে দেখা যায়। বেশ কিছু শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে বিভিন্ন সড়কে মোটরবাইক চালকসহ যানবাহন থামিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশীর নামে হয়রানি করে। এতে সাধারণ মানুষও ভোগান্তির শিকার হন।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী পালন করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি।


আরো সংবাদ



premium cement