২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চম দিনে মেলায় ৩১১ কোটি টাকার রাজস্ব আয়

-

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর দাতারা আয়কর মেলার পঞ্চম দিনে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। এ দিন মেলায় দুই লাখ ৯০ হাজার ৮৩০ জন কর দাতা সেবা গ্রহণ করার পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে এক লাখ ছয় হাজার ২০০। আর পঞ্চম দিনে কর সংগ্রহ হয়েছে ৩১১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা।
এ দিকে পাঁচ দিনে মেলায় মোট আয়কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৫৮ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।
পঞ্চম দিন আটটি বিভাগীয় শহর ও ৫৬ জেলা শহর মিলে সারা দেশে মোট ৬৪টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেলা চলে। পুরো সময়জুড়ে কর দাতা ও সেবাগ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ, বিশেষ করে তরুণ ও নারী কর দাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, ড. জাকির আহমেদ খান, ড. আবদুল মজিদ, ড. নাসির উদ্দিন ও মো: গোলাম হোসেন ঢাকায় অফিসার্স কাব প্রাঙ্গণে মেলা পরিদর্শন করেন। এ সময় তারা মেলায় বিভিন্ন স্টল ও বুথ ঘুরে দেখেন এবং কর দাতাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
কর দাতাদের সুবিধার্থে এবারই প্রথম মেলার জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে।


আরো সংবাদ



premium cement