০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


হাসপাতালে এখনো ২ হাজারের বেশি ডেঙ্গু রোগী

-

চলতি সালের জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৬৭ জন। এ সংখ্যা অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর প্রায় ৯৭ শতাংশ হাসপাতাল ছাড়লেন।
অপর দিকে, এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর কারণ ডেঙ্গুজনিত বলে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে গতকাল এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা দুই হাজার ১৮ জন।
রাজশাহীতে নতুন ১০ রোগী
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গতকাল দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া আরো ১৯ ডেঙ্গু রোগী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার বিকেলে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা: সাইফুল ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন ডেঙ্গু রোগী ভর্তি হলেও গতকাল সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়ে আটজন বাড়ি ফিরেছেন। তিনি বলেন, রাজশাহীতে জুলাই থেকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। তবে সেই অনুপাতে মৃত্যুর সংখ্যা কম। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে রামেক হাসপাতালে স্থানান্তর হয়ে আসার পর আবদুল মালেক নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তিনি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এরপর গত ৯ সেপ্টেম্বর শাপলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা (৫৫) নামে আরো এক নারীর মৃত্যু হয়। গত ১৪ সেপ্টেম্বর আইসিইউতে ওই নারীর মৃত্যু হয়।
উপ-পরিচালক আরো জানান, এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট ৭৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২১ জন। এ মুহূর্তে হাসপাতালের আইসিইউতে সঙ্কটাপন্ন অবস্থায় আছেন একজন।

 


আরো সংবাদ



premium cement
মিল্টন সমাদ্দার গ্রেফতার, উজিরপুরে মিষ্টি বিতরণ গাছ লাগানোর উপযুক্ত সময়, স্থান ও প্রজাতি যশোরের শার্শায় বোরো ধানের বাম্পার ফলন যুদ্ধের খবর সংগ্রহের পাশাপাশি বিবিসির গাজা প্রতিনিধির টিকে থাকার লড়াই রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে : যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে

সকল