২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গুরুদাসপুরে দুই মাথা এক হাত ও এক পা-বিশিষ্ট শিশুর জন্ম

-

নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পা-বিশিষ্ট জোড়া লাগা দুই শিশুর জন্ম দিয়েছেন রুপালি বেগম (২৫) নামের গৃহবধূ। গুরুদাসপুর পৌর সদরের নারায়নপুর মহল্লার আমির হামজার স্ত্রী রুপালি। স্থানীয় বেসরকারি হাজেরা ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসক ডা: আমিনুল ইসলাম সোহেলের সফল অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকদের একজনকে ছেলে শিশু হিসেবে বোঝা গেলেও অপর শিশুটি ছেলে নাকি মেয়ে তা এখনো শনাক্ত করতে পারেননি চিকিৎসকেরা।
রুপালির স্বামী আমির হামজা জানান, বিয়ের এক বছর পর এটাই তাদের প্রথম সন্তান। প্রসব ব্যথার কারণে উপজেলার হাজেরা ক্লিনিকে তার স্ত্রীকে ভর্তি করেন। রোববার বিকেল সাড়ে ৪টায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা: আমিনুল ইসলাম সোহেল তার অপারেশন করেন।
অপারেশনের পরে দেখা যায়, সদ্য জন্ম নেয়া শিশুটির দুই মাথা, এক হাত ও এক পা। বুকের নিচ থেকে জোড়া লাগানো। এক নবজাতকের আকৃতি বড়। অপরটি তুলনামূলক ছোট। শিশুটিকে এক নজর দেখতে ক্লিনিকের সামনে শত শত লোকের ভিড় জমে।

হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা: আমিনুল ইসলাম সোহেল জানান, অপারেশনের পর শিশু ও শিশুর মা দু’জনই সুস্থ আছেন।

 


আরো সংবাদ



premium cement