০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কেএসপির আলোচনা

বঙ্গবন্ধু উদার মন নিয়ে রাজনীতি করেছেন

-

বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ গণ আজাদী লীগ মহাসচিব মুহাম্মদ আতাউল্লাহ খান বলেছেন বঙ্গবন্ধুর আদর্শ বিলীন করে বাংলাদেশের উন্নয়ন টিকিয়ে রাখা সম্ভব নয়। ১৫ আগস্ট সৃষ্টি করে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল; কিন্তু জনগণের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৮৩/বি সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্স তৃতীয়তলায় গতকাল শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কমিটি ইউএসএর নির্বাহী সভাপতি জাকির হোসেন খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্ত মনের মানুষ, উদার মনমানসিকতা নিয়ে রাজনীতি করেছেন। তিনি সবাইকে সমান চোখে দেখেছেন। গরিব-দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করতে গিয়েই সব অন্যায় ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করেছেন বলেই আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্যে দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সবাইকে গণতান্ত্রিক ভাষায় কথা বলতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির মহাসচিব, ফোরকান আলী হাওলাদার বলেন, শেরেবাংলা মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শে গড়া বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি কেএসপি আজ গ্রামেগঞ্জে, পাড়া-মহল্লায়, ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বাজলুর রহমান আমিনী, কেএসপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম কমল, সদস্য অ্যাডভোকেট সেলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক, এম এ বাতেন খলিফা, কোষাধ্যক্ষ আসলাম শিকদার, কেএসপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রতন, অ্যাডভোকেট মুনাজাত সুলতানা মুন্নিসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ ড. মুহাম্মদ শাহ আলম। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান এরদোগানের সিরাজগঞ্জে ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ছয়জন গ্রেফতার সীমান্ত হত্যা ও পানি আগ্রাসনের প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন সুপ্রিম কোর্টে এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কমনায় দোয়া বসিলায় ১৭ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস গাজায় যুদ্ধবিরতি : কী আছে মিসর-কাতারের দেয়া প্রস্তাবে অসহায় মানুষদের আইনি সেবা প্রদানে মানবিক হতে হবে : প্রধান বিচারপতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিতের মিশনে বাংলাদেশ পিরোজপুরে টানা ৬ ঘণ্টা স্বস্তির বৃষ্টি গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস : আল জাজিরা

সকল