০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


করোনাভাইরাস : বিশ্বজুড়ে ‘রেড এলার্ট’ জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

- ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ঝুঁকি সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছে বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) সতর্কবার্তা দিয়েছে।

তবে জাতিসংঘ জানিয়েছে, ভাইরাস সংক্রমণের বিষয়ে নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে।

ডব্লিউএইচও প্রধান ডা. টেড্রোস আধনম জানিয়েছেন, ‘ভয় ও ভুল তথ্যকে পরাস্ত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ’।

৫০ টিরও বেশি দেশে এখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।

ইরানের স্বাস্থ্যসেবা ব্যবস্থার এক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ২১০ জন মারা গেছে। এটি সরকারি পরিসংখ্যানের চেয়ে ছয়গুণ বেশি।

জেনেভাতে এক সংবাদ সম্মেলনে ড. টেড্রোস বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসটি শনাক্ত করা যায়। কোনো সম্প্রদায়ের মধ্যে অবাধে ছড়িয়ে পড়েছে এ রকম প্রমাণ পাওয়া যায়নি।

ডা. টেড্রোস উল্লেখ করেন, ‘এ ভাইরাস ছড়িয়ে পড়ে মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অহেতুক আতঙ্কের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ভাইরাস নিজেই নয়, এটির ভয় ও গুজব।’ বিবিসি।


আরো সংবাদ



premium cement