৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

-

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র-১ মো: ওসমান গণি আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। গত ১৪ আগস্ট তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্র রেখে গেছেন।

মরহুমের লাশ আগামীকাল রোববার বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে।

তার মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেলভুক্ত মেয়র মো: জামাল মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ওসমান গণির মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন অভিভাবক হারালো। তিনি ছিলেন একজন সৎ ও সহজ সরল রাজনীতিবিদ।’ তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement