২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কেন পারস্য উপসাগর এড়িয়ে চলছে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন?

- সংগৃহীত

ইরানকে মোকাবেলার জন্য পারস্য উপসাগরে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এখনো পর্যন্ত পারস্য উপসাগরে প্রবেশ করেনি। গত মে মাসে জাহাজটি পারস্য উপসাগরের দিকে রওয়ানা দিলেও জাহাজটি পারস্য উপসাগর থেকে ৬০০ নটিক্যাল মাইল উত্তরে আরব সাগরের ওমান উপকূলে অবস্থান করছে বরে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

জাহাজটিতে ৫ হাজার ৬০০ নারী ও পুরুষ সেনা রয়েছে এবং জাহাজটি পরমাণু শক্তি চালিত। যুদ্ধজাহাজটিতে বহুসংখ্যক যুদ্ধবিমান রয়েছে। এতকিছুর পরেও জাহাজটি মাসের-পর-মাস হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এড়িয়ে ওমান উপকূলে অবস্থান করছে। মার্কিন সেনা কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন যে, তারা এখন পারস্য উপসাগর এড়িয়ে চলছেন, তবে যুদ্ধ শুরু হলে ঠিকই পারস্য উপসাগরে অবস্থান নেবেন।

পারস্য উপসাগরের আকাশে ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, এ নির্দেশ পাওয়ার পর মার্কিন যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকনের সেনারা আতংকিত হয়ে পড়ে। পরে প্রসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ প্রত্যাহার করলে সেনারা এক রকমের ভয়াবহ বিপদ থেকে মুক্তি পায়। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে- ইরানের পাল্টা হামলার ভয়েই আব্রাহাম লিংকন পারস্য উপসাগরে প্রবেশ করছে না। সূত্র : পার্সটুডে।


আরো সংবাদ



premium cement