২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

হেলিকপ্টার বিদ্ধস্তের পর দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা যায় - সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শনিবার এক উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৪ আরোহী নিহত হয়েছেন। বিদ্ধস্ত হেলিকপ্টারটির নাম ‘অগাস্টা ১৩৯’। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ডব্লিউএএম’ এক প্রতিবেদনে এ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে।

অন্যদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের নাম প্রকাশ করেছে আমিরাতের ‘দ্য ন্যাশনাল সার্চ এন্ড রেস্কিউ সেন্টার’।

নিহতরা হলেন- হেলিকপ্টারটির ২ জন পাইলট সাকর সাইয়্যিদ মোহাম্মদ আব্দুল্লাহ আল ইয়ামাহি ও হামিদ মোহাম্মদ ওবায়েদ আল জাবি। অন্য দুইজন হলেন, নাবিক জসিম আব্দুল্লাহ আলি তুনাইজি ও চিকিৎসক মার্ক রক্সবার্গ।

জানা যায়, বিদ্ধস্ত হেলিকপ্টারটি আমিরাতের উত্তরাঞ্চলীয় রাস আল-খামিয়াহ’র জাবাল জিস এলাকায় সন্ধান ও উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল।

সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিদ্ধস্ত ‘অগাস্টা ১৩৯’ হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে বিধ্বস্ত হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে ছড়িয়ে পড়া প্রতক্ষ্যদর্শীদের ধারণ করা ভিডিওগুলোতে দেখা যায়, দুর্ঘটনার পূর্বে হেলিকপ্টারটি আকাশে চক্কর খেতে খেতে মাটিতে পড়ে ও বিধ্বস্ত হয়।

রাস আল খামিয়াহ এর প্রধান শেখ সৌদ বিন সাকর আল কাসিমি এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement