০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


কাতারের আমিরকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

শেখ তামিম বিন হামাদ আলে সানি - ছবি : সংগ্রহ

উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি’র শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে লিখিত আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।

কাতারের সরকারি বার্তা সংস্থা খবরটি নিশ্চিত করেছে। তবে শেখ তামিম সৌদি আরবে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেনি বার্তা সংস্থাটি। কাতারের ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রায় দেড় বছর ধরে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।

গত সপ্তাহে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরবি অন লাইন পত্রিকা আল-আন জানিয়েছিল যে, জিসিসি’র মহাসচিব আবদুল লতিফ বিন রাশিদ আলে জায়ানি কাতারে সফরে যাচ্ছেন এবং তিনি কাতারের আমির শেখ তামিমকে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবেন।

গত মাসে কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ নিশ্চিত করেছিলেন যে, এবারের শীর্ষ সম্মেলনে সদস্য ছয়টি দেশই যোগ দেবে। তিনি এও বলেছিলেন যে, এবারের সম্মেলন পারস্য উপসাগরীয় এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে


আরো সংবাদ



premium cement