২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলের সামরিক মহড়ায় নতুন আতঙ্ক

ইসরাইলের সামরিক মহড়ায় নতুন আতঙ্ক - সংগৃহীত

ইসরাইলের সেনাপ্রধান জেনারেল গ্যাদি আইজেনকোট দাবি করেন, তার সেনাদের সক্ষমতায় অবিশ্বাস্য উন্নতি হয়েছে। আইজেনকোটের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

ইসরাইলের সেনাপ্রধান আরো জানান, মহড়ার সময় সপ্তম আর্মোর্ড ব্রিগেড এবং গোলানি ব্রিগেড যৌথভাবে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে অনুশীলন করেছে। এটা ছিল ইসরাইলি বাহিনীর জন্য নতুন একটি পদ্ধতি। এ মহড়ায় নতুন কিছু কৌশল ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয় বলেও তিনি দাবি করেছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি যুদ্ধমহড়া চালিয়েছে। এ মহড়ায় অংশ নিয়েছে পদাতিক রেজিমেন্ট এবং ট্যাঙ্ক ও কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটসহ বিভিন্ন ডিভিশন।

লেবাননের  হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরাইলের সেনারা এ মহড়া চালিয়েছে। লেবাননের ওপর বর্বর আগ্রাসনের ১২ বছর পর তারা নতুন করে যুদ্ধের তৎপরতা শুরু করেছে। ২০০৬ সালে ৩৩ দিনের ওই যুদ্ধে হিজবুল্লাহর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ইসরাইল এবং তাদের ‘অপরাজেয় শক্তি’র দম্ভ চূর্ণ হয়েছিল।

গাজা দখলের মহড়ায় ইসরাইল

১৭ জুলাই ২০১৮

দফায় দফায় সামরিক মহড়া চালাচ্ছে ইসরাইল। একে দৃশ্যত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের সব মহড়া বলে মনে করা হচ্ছে।  রোববার থেকে সামরিক মহড়া শুরু হয়েছে এবং পুরো সপ্তাহ ধরে এ মহড়া চলবে বলে ধারণা করছে ইসরাইলের গণমাধ্যম।

ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইটের খবর অনুসারে, ইসরাইলের সেনাদের ১৬২তম আর্মড ডিভিশনের নেতৃত্বে একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং এটি হবে গাজা দখলের মহড়া।  

মহড়া শুরুর আগের দিন ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করে। বলা হচ্ছে- ২০১৪ সালের যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় ধরনের বিমান হামলা।

এ হামলার পর মধ্যপ্রাচ্য বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল এবং গাজা উপত্যকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। বেশ কিছু দিন থেকে ইসরাইল গাজার ওপর পূর্ণাঙ্গ যুদ্ধ চাপিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে।


আরো সংবাদ



premium cement