৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সন্তানের প্রতি নজর রাখুন

-

প্রতিটি সন্তান বাবা-মায়ের কাছে আল্লাহর একটা বড় নেয়ামত। সন্তানদের প্রতি বাবা-মায়ের অনেক দায়িত্ব। জন্মের পর প্রতিটি সন্তানকে সঠিকভাবে লালন পালন করা বাবা-মায়ের ওপর ফরজ। তাদের অসচেতনতার কারণে অনেক সন্তান কুপথে চলে যাচ্ছে। কিছু বাবা-মা আছেন, যারা তাদের সন্তানদের স্কুলে পাঠান না। অথচ ছোট্ট ছেলেদের শিশুশ্রমের দিকে ধাবিত করছেন। তাদের সন্তানদের স্কুলে পাঠালে তারা সঠিকভাবে লেখাপড়া করে কি না, নাকি অসৎ বন্ধুর ফাঁদে পড়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বেড়াতে যায়, সে খবর রাখেন না। কলেজে গিয়ে ক্লাস ফাঁকি দিয়ে মাদকের মতো মারণফাঁদে পা দিচ্ছে অনেকে। মদ, জুয়া, সিগারেট, আফিম কিংবা হেরোইনসহ ড্রাগসের ব্যবসায় জড়িয়ে জীবনটাকে নরকে পরিণত করছে। সে দিকে বাবা-মা নজরই দিচ্ছেন না। প্রাইমারির পড়াশোনা শেষ করা মাত্রই তাদের হাতে নতুন বইয়ের পরিবর্তে তুলে দেয়া হয় নতুন স্মার্টফোন। ফলে সন্তানেরা পড়ালেখা বাদ দিয়ে সারাক্ষণ মোবাইলে গেমস ও ফেসবুকে লিপ্ত থাকে। বাবা-মায়েদের অসচেতনতার কারণেই এটা হচ্ছে। তারা সচেতন হলে সন্তানেরাও সচেতন হবে। তাই আকুল আবেদন, আপনারা সন্তানের প্রতি বিশেষ নজর দিন, যাতে তারা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠে।
হামিদুর রহমান, শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়


আরো সংবাদ



premium cement