২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিভিন্ন স্থানে ৩ জন নিহত

-

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, লালমনিরহাট ও চট্টগ্রামে তিনজন নিহত হয়েছেন।
হবিগঞ্জ সংবাদদাতা জানান, হবিগঞ্জের বাহুবলে মাটিভর্তি ট্রাকচাপায় সিয়াম মিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম বাহুবলের কবিরপুর গ্রামের শিক্ষক ইউসুফ আলীর ছেলে। সে স্থানীয় সৃজন বিদ্যাপীঠ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র।
স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাহুবল থেকে মিরপুরগামী একটি মাটিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৫৭০৪) সিয়ামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করে। আটককৃত চালক উপজেলার মণ্ডলকাপন গ্রামের শরিফ উল্লার ছেলে আব্দুল হান্নান (৩৫)।
লালমনিরহাট সংবাদদাতা জানান, সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় টপেল সাহা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মোগলহাট ইউনিয়নের কর্ণপুর সাহাপাড়া এলাকার বিমল চন্দ্র সাহার ছেলে।
গত শুক্রবার রাতে সদর থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন টপেল সাহা। এ সময় তিনি অটোরিকশা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সকালে তিনি মারা যান।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে গাড়ির ধাক্কায় মো: আবু তাহের (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে।
আবু তাহের নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার আব্দুল গফফারের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার নয়া দিগন্তকে বলেন, সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় তিনি আহত হন। মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সকল