১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ১৫

- নয়া দিগন্ত

রাতের অন্ধকারে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর বিজিবির হাতে আটক হয় তারা। আটককৃতদের মধ্যে ৪জন পুরুষ, ৩ জন নারী ও ৫ শিশু রয়েছে।

জেলার মহেশপুর উপজেলার কুশুমপুর বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে আটককৃতরা। এরপর নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাঘাডাঙ্গা থেকে একটি যাত্রীবাহী বাসে উঠে তারা। পরে এই যাত্রীবাহী বাস তল্লাশী করে ৪ পুরুষ, ৩ নারী ও ৫ শিশুকে আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ ও বাগেরহাটের মোড়লগঞ্জ উজেলার মনিকজোট এলাকায় বলে জানা গেছে।

বিজিবির হাতে আটককৃত একজনের নাম ফয়সাল হাওলাদার। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মনিকজোট গ্রামে। তিনি জানান, তারা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য বেঙ্গালুরের বেলানন্ডর এলাকায় একটি প্লাষ্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে প্রবেশের সময় রাতে উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের হায়দারসহ কয়েকজন তাদের কাছে থাকা রূপার চেইন ও টাকা ছিনিয়ে নেয়।

অপরদিকে শনিবার সকালে মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মাতলারাইট গ্রামের মাঠের মধ্যে থেকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দালালসহ ২ নারী-পুরুষকে আটক করে।

মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, আটককৃতরা সকলেই রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। এ ঘটনায় শনিবার পাসপোর্ট অধ্যদেশ ১৯৭৩ এর ১১ (১) এর গ ধারায় মহেশপুর ধানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ



premium cement