২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভ্যানচালক মাদ্রাসা ছাত্র শাহিনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

- ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্র শাহিন আলম(১৩) নামের এক কিশোর ভ্যান চালককে কুপিয়ে মৃত মনে করে ফেলে রেখে দূর্বৃত্তরা তার ব্যাটারী ভ্যানটি ছিনতাই করে নেয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন।

তাছাড়া দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের জি,আর খাত হতে যশোর জেলা প্রশাসকের নিকট পাঠানো ১৫ হাজার টাকা কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ৩০ জুন সকালে ওই কিশোরের বাড়িতে যেয়ে তার পরিবারের নিকট প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুমূর্ষু শাহিনের ও তার পরিবারের সার্বিক খোঁজ খবর ও নিয়েছেন।

জানা গেছে, মাদ্রাসায় পড়ার ফাঁকে উল্লেখিত শাহিন আলম তার দিনমজুর পিতা হায়দার আলীকে সহায়তা করার জন্যে পিতার ভ্যানটি নিয়ে যাত্রীবহন করে অর্থ উপার্জন করে থাকে। সেই হিসেবে ৪ ব্যক্তি শাহিনের সাথে পাটকেলঘাটা থানার শার্শা গ্রামে যাওয়ার কথা বলে এক হাজার টাকায় চুক্তি করে। ২৮ জুন সকালে যখন শাহিন ভাত খায় তখনও ওই দুর্বৃত্তরা তার নিকট মোবাইল ফোন করে জানায় তুই কোথায়? দ্রুত চলে আয় আমরা এখনি যাবো।

শাহিনের পরিবার জানায়, তাদের ফোন পেয়ে তাৎক্ষণিক অল্প খেয়ে বাড়ি থেকে ব্যাটারী ভ্যানটি নিয়ে চলে যায়। যাওয়ার পর শার্শা গ্রামের পার্শে ধানদিয়া গ্রামের একটি ফাঁকা রাস্তায় নিয়ে বেলা ১১টার দিকে তাকে এলাপাতাড়ি কুপিয়ে মৃত মনে করে রাস্তার পার্শে ফেলে রেখে দূর্বৃত্তরা তাদের আয়ের উৎস মটর ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পথচারিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ২৯ জুন সকালে তার অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার আগের দিন ২৭ জুন বৃহস্পতিবার শাহিন আলমদের গ্রামের পাশে গোলাঘাটা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র হিসেবে অর্ধবার্ষিক পরীক্ষায় আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ও দিয়েছে সে। দূর্বৃত্তরা তার মাথায় বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের কারণে মারত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে বলে সূত্র জানায়।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল