২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অন্তঃসত্ত্বার উপর আ’লীগ নেতার হামলায় নবজাতকের মৃত্যু

- প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে অন্তঃসত্ত্বার উপর হামলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলার দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশ পালিত হয়েছে। ঘটনাটি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতার আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

গত শনিবার বিকেলে উপজেলার নারিকেল বাড়িয়া এলাকায় সড়কে মামলার প্রধান আসামী নারিকেলবাড়িয়া গ্রামের নব্য আওয়ামী লীগ নেতা সৈয়দ সিকান্দার আলীর পক্ষে মামলা মিথ্যা দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। অন্যদিকে রোববার পলাশবাড়ীয়া ইউনিয়নের গাজির মোড় এলাকায় বিকালে মামলার বাদির পক্ষে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সৈয়দ সিকান্দারের ফাঁসির দাবিতে ও দোষীদের বিচার চেয়ে পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী।

শনিবারের মানববন্ধনে পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমডি গোলজার রহমান, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রেজাউর রহমান রিজু, সাবেক ইউপি সদস্য আ: ওয়াদুদ ও ঠিকাদার এবিএম কামাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যদিকে রোববারের মানববন্ধনে পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চুন্ন ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৪ জুন তারিখে বাঁশ বিক্রয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সৈয়দ সিকান্দার আলীর বিরুদ্ধে নারিকেলবাড়িয়া এলাকায় দলবল নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা মুক্তা পারভিনের উপর হামলার অভিযোগ ওঠে। মুক্তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে গত ২২ জুন তিনি কম ওজনের একটি কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু চারদিন পরই নবজাতকের মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মোসলেম আলী মোল্যা আওয়ামী লীগ নেতা সৈয়দ সিকান্দার আলি এবং তার সহযোগী ৬ জনকে অভিযুক্ত করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু মামলার পর মহম্মদপুর থানা পুলিশ এখন পর্যন্ত কোন আসামিই গ্রেফতার করতে পারেনি।


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ

সকল