২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রংপুর- ২ : চাচা-ভাতিজার ভোটযুদ্ধ

আসাদুজ্জামান সাবলু চৌধুরী ও আহসানুল হক ডিউক চৌধুরী - ছবি : সংগৃহীত

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সংসদ নির্বাচনে এবার লড়বেন চাচার বিরুদ্ধে ভাতিজা। চাচা-ভাতিজার লড়াইয়ের বিষয়টি এই আসনে ভোটারদের মধ্যে ব্যপক কৌতুহল তৈরি করেছে।

নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, এবার এই আসনে লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির উপজেলা সভাপতি আসাদুজ্জামান সাবলু চৌধুরী এবং নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আবুল কালাম মো. আহসানুল হক ডিউক চৌধুরী। সাবুল চৌধুরীর চাচাতো ভাই মরহুম আব্দুল মমিন চৌধুরীর পুত্র ডিউক চৌধুরী। সেই সম্পর্কে সাবলু চৌধুরীর ভাতিজা ডিউক চৌধুরী। যারা দুইজনে এবার মহাজোটবদ্ধ হতে পারেন নি। আলাদা আলাদা নির্বাচন করছেন।

তবে সরেজমিনে এই আসনের বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় অনেকেই বলছেন, ভোটযুদ্ধে ধানের শীষকে ঠেকাতে তারা শেষ মুহুর্তে এক হয়ে যেতে পারেন।

এ আসনে চাচা-ভাতিজার লড়াইয়ের ব্যাপারে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী জানান, নির্বাচনী মাঠে পিতা-পুত্রের মধ্যে ভোটযুদ্ধ হচ্ছে, সেখানে চাচা-ভাতিজা কোনো বিষয় নয়। জয় নৌকারই হবে।

আর বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল হক জানান, রংপুরের মানুষ বরাবর জাতীয় পার্টিকে ভোট দিয়েছেন। আশা করি এবারো তারা জাতীয় পার্টিকে নির্বাচিত করবে। ভাতিজাকে বিপুল ভোটে হারিয়ে চাচা এবার বিজয়ী হবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), স্বতন্ত্র সাবেক এমপি আনিছুল রহমান মন্ডল (সিংহ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা), জাসদের কুমারেশ চন্দ্র রায় (মশাল), বিকল্প ধারার হারুন অর রশিদ (কুলা), জাকের পার্টির আশরাফ-উজ-জামান (গোলাপ ফুল), বিএনএফ এর জিল্লুর রহমান (টেলিভিশন), এনপিপির ওয়াসিম আহমেদ (আম)। এখানে মোট ভোটার ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৭৬৬ জন।


আরো সংবাদ



premium cement