২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মেহেরপুরে দু’টি হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের আমৃত্যু কারাদণ্ড

-

মেহেরপুরে ইজিবাইক চালক খোকন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর আরেক মামলায় শাশুড়িকে হত্যার দায়ে জামাইকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যা মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গোপালপুর মাঝপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন (২৭), রামনগর কলোনী পাড়ার জিন্নাত আলীর ছেলে মামুন হোসেন (২২) ও একই গ্রামের আজিম উদ্দীনের ছেলে ওয়াসিম (২৩)। একই সাথে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া অপর একটি ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। মামলার অপর দুই আসামি ফিরোজ হোসেন ও কাবলু ইসলামকে তিন বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি ২০১৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় ভাড়া যাওয়ার কথা বলে মোবাইল ফোনে মেহেরপুর শহরের হোটেল বাজারের জলিল খাঁর ছেলে ইজিবাইক চালক এনায়েত হোসেন খোকনকে ডেকে নেয়। এরপর তারা ইজিবাইকে চড়ে টেংরামারি মাঠের বটতলার মোড়ে যায়। সেখানে এনায়েত হোসেনকে ইজিবাইক থেকে নামিয়ে মাঠের মধ্যে নিয়ে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

পরদিন ২৮ অক্টোবর সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এদিন নিহতের স্ত্রী রোকেয়া আক্তার রুমা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ নিহত এনায়েত হোসেনের মোবাইল ফোনের কল লিস্ট ধরে আসামিদের গ্রেফতার করে। পরে তারা ১৬৪ ধারায় হত্যার ঘটনার জবানবন্দী দেয়। অন্য দুই আসামি ছিনতাইকৃত ইজিবাইক কেনা-বেচার সাথে জড়িত ছিল বলে প্রমাণিত হয়।

মামলায় বাদী পক্ষের কৌসুলি ছিলেন অ্যাডভোকেট শফিউল ইসলাম এবং আসামীদের পক্ষের কৌসুলি ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য।

এদিকে একই দিনে একই সময়ে অপর এক মামলায় শাশুড়ি হত্যার দায়ে জামাই আজিরুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান এ দণ্ডাদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে শাশুড়ি সায়েরা খাতুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাই আজিরুল একটি কাঠ দিয়ে শাশুড়ির মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান সায়েরা খাতুন।


আরো সংবাদ



premium cement
মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

সকল