২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কুষ্টিয়ায় মার্কেট গুলোতে উপচে পড়া ভিড়

কুষ্টিয়া শহরে ঈদের বাজারে ক্রেতা সাধারন। ছবি - নয়া দিগন্ত।

শেষ মুহুর্তে কুষ্টিয়ায় ঈদের বাজার জমে উঠেছে। শহর এবং শহরতলীর বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল ১০টার পর থেকে শহরের প্রধান সড়ক গুলোতে রিকসা, সিএনজি ও অটো রিকসার চাপে অধিকাংশ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

শহরের মজমপুর থেকে শুরু হওয়া এনএস রোড কেন্দ্রীক দোকান গুলোতে ক্রেতাদের ভিড় শুরু হয়। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে শীতাতাপ নিয়ন্ত্রিত অভিজাত মার্কেট গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শহরের বিআরবি কেবলসের লাভলী টাওয়ারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা সাধারনের ভিড় লক্ষ্য করা যায়। শীতাতপ নিয়ন্ত্রিত এ মাকের্টের মিরা শাড়ি ঘর ও বেনারসি শাড়ি ঘরে মেয়েদের ভিড় বেশি।

মিরা শাড়ি ঘরের মালিক নিশিত বিশ্বাস জানায়-বিক্রি ভাল। সামনের দিন গুলোতে আরো বেশি বিক্রি হবে।

বেনারসি শাড়িঘরের মালিক শামসুল হক জানান-বিক্রি শুরু হয়েছে তবে সামনের দিন গুলো প্রচুর বিক্রির আশা করছি। তিনি জানান-এবার শাড়ি ও কাপড়ের নতুন নতুন কালেকশন আছে। শাড়ি এবং কাপড়ের মূল্যে ক্রেতা সাধারনের সামর্থের মধ্য আছে।

একই মার্কেটে ফাতেমা ফ্যাশনে শিশু ও নারীদের পাশাপাশি পুরুষের পাঞ্জাবী ও ব্যান্ডের কোম্পানীর গেঞ্জি পাওয়া যায়। একই মালিকের এই প্রতিষ্ঠানের প্রতিটি দোকানেই সব বয়সের মানুষের ভিড় লেগেই আছে। ফাতেমা ফ্যাশনের কর্মচারী জানান-বিক্রি ভাল। আমাদের সব ধরনের কালেকশন থাকায় ক্রেতারা একদামে ভাল পন্য ক্রয় করে সন্তুষ্ট।

শহরের ইসলামীয়া কলেজ মার্কেটের মৌ ফ্যাশনে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। এখানে সব বয়সের মানুষের পোশাকাদির সমারোহ রয়েছে। কেন্দ্রীয় সমবায় মার্কেট,তমিজ উদ্দিন সুপার মার্কেট,কুষ্টিয়া হাইস্কুল মার্কেট,চাঁদ সুলতানা স্কুল মার্কেট,শতাব্দি ভবন মার্কেট,জেলা পরিষদ মার্কেট,বঙ্গবন্ধু সুপার মার্কেট,রজব আলী মাকের্টের দোকান গুলোতেও ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।

পোশাকের পাশাপাশি থানার সামনে জুতা স্যান্ডেলের দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাকের পাশাপাশি স্বর্ণের দোকানেও ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করার মত। এছাড়া পোশাধনীর দোকান গুলোতে নানা বয়সের মেয়েদের ভিড় বেশি। ঈদের বাজার করতে আসা ক্রেতা সাধারন জানান-বাজারে সব ধরনের পোশাকাদি এবং জিনিস পত্র পাওয়া গেলেও দাম বেশি বলে মনে হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল