০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


মানসিক রোগ কি জিন, ভূত পরীর কুপ্রভাব বা বাতাস লেগে হয়?

-

জ্বর, কাশি, ঠাণ্ডা লাগা, মাথাব্যথা, বুকব্যথা ইত্যাদি শারীরিক সমস্যা হঠাৎই শুরু হয়। আবার চিকিৎসা নিলে কিছুদিন পর ভালো হয়ে যায়। মানসিক রোগগুলোর ক্ষেত্রেও এ কথা সত্য। এটিও সাময়িক একটি অবস্থা, যা চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। মূলত মানসিক রোগগুলোর কারণ হিসেবে তার দৈহিক, মনোস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা দায়ী। জিন, ভূত বা পরীর আছর থেকে এই রোগ ঘটে না। কোনো মানুষের হঠাৎ অস্বাভাবিক আচরণের ব্যাখ্যায় মানুষ নিজের মনগড়া নানা যুক্তি দেখিয়েছেন। আমাদের সমাজে আছর বা কুপ্রভাব থেকে মানসিক রোগ হয়েছে, এই অজুহাতে দিনের পর দিন শারীরিক অনেক নির্যাতন করা হতো এবং এখনো হচ্ছে রোগীর ওপর। তাই এ প্রথা পরিবর্তনের জন্য মানুষকে সুশিক্ষিত হতে হবে। মনে রাখতে হবে, মানসিক রোগ শারীরিক সমস্যার মতোই। এরও চিকিৎসা রয়েছে। তবে কিছু পার্থক্য রয়েছে। যেমনÑ রক্ত পরীক্ষা বা বায়োপসি করলে ক্যান্সার ধরা পড়ে। ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম করলে হৃদরোগ ধরা পড়ে। কিন্তু মনোরোগ নির্ণয়ের জন্য এ ধরনের কোনো নির্দিষ্ট পরীক্ষা তেমন নেই। তবে না থাকলেও গুচ্ছ উপসর্গের মাধ্যমে চিকিৎসকেরা এই রোগ ধরতে পারেন। কোনো মনোরোগকেই অবহেলা করবেন না। কারণ এ থেকে রোগী আত্মহত্যার মতো মৃত্যু ঝুঁকিও নিতে পারে।
লেখক : অধ্যাপক, মনোরোগ ও মাদকাসক্তি চিকিৎসক বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

 


আরো সংবাদ



premium cement