০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মেসি কি বার্সেলোনার সাথে নতুন চুক্তি করছেন?

লিওনেল মেসি - ছবি : সংগৃহীত

লিওনেল মেসির সঙ্গে চুক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা। আর্জেন্টাইন তারকার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ রয়েছে আগামী ২০২১ পর্যন্ত। শোনা যাচ্ছে- এই চুক্তি বার্সিলোনা ২০২৩ পর্যন্ত বাড়াতে চায়। এই মর্মে মেসিকে প্রস্তাব দেয়ার জন্য তারা তৈরি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বিষয়টি নিয়ে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ইতোমধ্যেই কথা বলেছেন মেসির বাবা এবং এজেন্ট জর্জের সঙ্গে। আগামী সপ্তাহে ক্রিসমাসের ছুটিতে আর্জেন্টিনায় যাবেন মেসি। মনে করা হচ্ছে তখনই রোজারিওয় গিয়ে মেসির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে কথা বলবেন বার্তোমেউ। এর আগে মেসিকে আজীবন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল বার্সার পক্ষ থেকে।

কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন এল এম টেন। তখন জল্পনা ছড়ায়, তাহলে কি চুক্তি শেষ হলে বার্সা ছেড়ে দেবেন মেসি?‌ সমর্থকদের আশ্বস্ত করে বার্তোমেউ জানিয়েছিলেন, মেসি ক্লাব ছাড়বেন না। সেই প্রতিশ্রুতি কার্যকর করতে এখন প্রচণ্ড আগ্রহী হয়ে উঠেছেন বার্সা সভাপতি। মেসিকে আরও কয়েকটা মৌসুম রেখে দিতে আর সময় নষ্ট করতে চাইছেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছিলেন, ‘‌লিও মেসি আমাদের ক্লাবেই খেলবে আগামী দুই, তিন, চার বা পাঁচ বছর। যা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। চাইলে ওর সঙ্গে চুক্তি হতে পারে অনির্দিষ্টকালের জন্য।’‌ কিন্তু বার্তোমেউ এটাও বলেছিলেন, ‘‌যাই হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেসিই। কারণ এই অধিকার ও অর্জন করেছে। তবে ও–ই কয়েক সপ্তাহ আগে জানিয়েছিল, বার্সেলোনায় খেলেই ও নিজের কেরিয়ার শেষ করতে চায়।’‌ কোনো সন্দেহ নেই, মেসির ওপর এখনও বার্সেলোনা অনেক বেশি নির্ভরশীল। মেসিকে ছাড়া কোনো সাফল্যের কথা তারা এই মুহূর্তে ভাবতেই পারে না। তাই আর্জেন্টেইনের সঙ্গে চুক্তি বাড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। রোজারিওতে গিয়ে মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর কাজটা সেরে ফেলতে চাইছেন ক্লাব সভাপতি। কিন্তু মেসি কি রাজি হবেন?‌


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল