২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্পেনের জার্সিতে অভিষেক হচ্ছে আনসু ফাতির

আনসু ফাতি - ছবি : সংগৃহীত

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের শুরুতেই সাড়া জাগানো আনসু ফাতি ডাক পেয়েছেন  স্পেন অনূর্ধ্ব-২১ দলে । চোটে পড়া ক্লাব সতীর্থ কার্লেস পেরেজের বিকল্প হিসেবে দলে ঢুকেছেন এই ফরোয়ার্ড। শুক্রবার এক বিবৃতিতে ফাতিকে দলে নেয়ার কথা জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আগামী মঙ্গলবার মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচে স্পেনের জার্সিতে অভিষেক হবে ফাতির।

গত সপ্তাহে স্প্যানিশ কোচ রবার্তো মোরেনো বলেছিলেন নরওয়ে ও সুইডেনের বিপক্ষে আসন্ন ইউরো ২০২০ বাছাইপর্বের জন্য আনসুকে বিবেচনা করার কথা ভাবছেন তিনি ।

ব্রাজিলে অনুষ্ঠিতব্য আসন্ন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্টে স্পেনের হয়ে খেলার কথা ছিল আনসু ফাতির।

স্প্যানিশ যুবদলের স্পোর্টিং পরিচালক ফ্রান্সিসকো হার্নান্দেজ বলেছেন, ‘স্পোর্টস ম্যানেজমেন্টের সুপারিশ ক্রমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাতিকে অনূর্ধ্ব-১৭ দল নয় বরং জাতীয় দলের জন্য এখনই বিবেচনার করার সময় এসেছে। যে কারণে আগামী নভেম্বরে আরো উচ্চতর ক্যাটাগরিতে তাকে বিবেচনা করা হবে। এ কারণেই বয়সভিত্তিক বিশ্বকাপে নয় বরং এই মুহূর্তে তার ন্যু ক্যাম্পেই থাকাটা সমীচীন। আমাদের বিশ্বাস অচিরেই তার সিনিয়র দলে অভিষেক হবে।’

সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গত মাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে উয়েফা প্রতিযোগিতায় আনসুর অভিষেক হয়েছে।

সূত্র : গোল ডটকম


আরো সংবাদ



premium cement