২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নেইমার ইনজুর নন, ভান করছেন!

নেইমার ভান করছেন! - সংগৃহিত

স্টার্সবার্গের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে তাদের ওই জয়ের আনন্দ ফিকে হয়ে গেছে তারকা ফুটবলার নেইমারের পায়ের ইনজুরিতে। প্রাক দেস প্রিন্সেসে হিমশীতল আবহাওয়ায় অনুষ্টিত ম্যাচে শিরোপাধারী পিএসজির হয়ে গোল দুটি করেছেন এডিনসন কাভানি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচে ডান পায়ে আঘাত পান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার।

ম্যাচের বয়স ঘণ্টা পেরুতে না পেরুতেই এই ইনজুরির কবলে পড়েন নেইমার। ফলে তাকে মাঠ থেকে তুলে নিয়ে পরিবর্তিত হিসেবে নামানো হয় মুসা দিয়াবিকে। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর লড়াইয়ে নামার আগে ব্রাজিলীয় সুপার স্টারের এমন ইনজুরিতে শংকার মধ্যে পড়েছে প্যারিস জায়ান্টরা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলর লড়াইয়ে নামার জন্য তাদের হাতে আর মাত্র তিন সপ্তাহেরও কম সময় রয়েছে।

খেলা শেষে পিএসজি কোচ থমাস টাসেল বলেন, ‘তিনি এখন হাসপাতালে রয়েছেন। ডাক্তারী পরীক্ষার ফল পেতে আমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে।’

গত বছর ফেব্রুয়ারিতে একই পায়ের হাড় ভেঙ্গে গিয়েছিল বিশ্বের সবচেয়ে দামী এই খেলোয়াড়ের। এর ফলে চ্যাম্পিয়ন্স লীগে ক্লাবের শেষ তিনটি ম্যাচে অংশ নিতে ব্যর্থ হন ব্রাজিলীয় এই ফুটবল তারকা। টাসেল বলেন, ‘ডাক্তাররা তাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নেইমার নিজেও শঙ্কায় রয়েছেন। কারণ এই আঘাতটিও একই পায়ে এবং একই জায়গায়। এ সময় তিনবার ফাউলের শিকার হয়েছেন নেইমার। তবে রেফারি একবারও এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি।’

প্রতিপক্ষ দল স্টার্সবার্গের খেলোয়াড় ও কোচদের মন্তব্যেও সন্তুষ্ট হতে পারেননি টাসেল। তাদের দাবি, নেইমার ইচ্ছাকৃতভাবে আহত হওয়ার ভান করে প্রতিপক্ষের কাছে সুবিধা আদায়ের চেস্টা করেছেন। স্টার্সবার্গের কোচ এ্যান্থনি গনকালভেস টেলিভিশন সম্প্রচারক ইউরোস্পোর্টসকে বলেন, ‘যখন শট নিতে যাবে তখন কেউ যেন বাঁধা না দেয়, সে জন্য এটি নেইমারের স্টাইল। তিনি একজন তারকা খেলোয়াড়। আমি তাকে সম্মান করি। সে নিজের মত করে সেটি উপভোগ করতে পারেন। তবে সেটি কান্না করে নয়।’

অসুস্থতার কারণে এদিন কিলিয়ান এমবাপেকে মাঠে পাননি টাসেল। ফ্রান্সের এই তারকা স্ট্রাইকারের পরিবর্তে তিনি একাদশভুক্ত করেন এরিক ম্যাক্সিম চাওপো-মটিংকে। ম্যাচের চতুর্থ মিনিটেই কাভানিকে প্রথম গোলের জন্য বলের যোগনটি দেন ক্যামেরুনের এই আন্তর্জাতিক তারকা। যা দিয়ে লক্ষ্যভেদ করতে বেগ পেতে হয়নি কাভানিকে (১-০)। ম্যাচের ৮০তম মিনিটে পিসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া (২-০)। ফলে ২-০ গোলের জয় নিয়ে শিরোপার পথ মসৃন রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।


আরো সংবাদ



premium cement