০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


দক্ষিণ কোরিয়ায় বড় হার বাংলাদেশের মেয়েদের

ম্যাচের একটি মুহূর্ত - ছবি : বাফুফের সৌজন্যে

দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে এমন আশা করা হয়নি। তবে লক্ষ্য ছিল তাদের বিপক্ষে সম্মানজনক ফলাফলের। মানে কম গোলে হার, ড্র হলে সেটাই অনেক। অবশ্য সেটাও হতে দেয়নি কোরিয়ার মেয়েরা।

বুধবার এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে ‘ডি’ গ্রুপের ম্যাচে মিসরাত জাহান মৌসুমীদের ৭-০ তে উড়িয়ে দিয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে গেছে কোরিয়া। অন্য দিকে এই বড় ব্যবধানে হারের ফলে লাল-সবুজদের অন্তত: গ্রুপ রানার্সআপ হয়ে সেরা রানার্স আপের একটি হওয়ার সম্ভাবনা কমে গেল। কারণ শেষ পর্যন্ত রানার্স আপ হতে পারলেও এই ৭ গোল তাদের বেশ বড় বাধা হয়ে দাঁড়াবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। যেখানে গোল পার্থক্য হবে বিবেচ্য। গোলাম রাব্বানী ছোটন বাহিনীর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে। গ্রুপ দ্বিতীয় হতে হলে তাইপের বিপক্ষে জিততেই হবে অনূর্ধ্ব-১৮ মহিলা সাফের চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার তাজিকিস্তানের দুশানবের সেন্ট্রাল রিপাবলিক স্টেডিয়ামে প্রধমার্ধে ৩ গোলে লিড নেয় কোরিয়া। ৮, ১৭ ও ২২ মিনিটে তাদের গোল উৎসব। এরপর ৬৮, ৭১, ৮১ ও ৯১ মিনিটে আরো চার গোল বাংলাদেশের জালে। তাদের শেষ গোলটি পেনাল্টি থেকে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই প্রথম কোনো আর্ন্তজাতিক ম্যাচ বাংলাদেশ মহিলা দলের। তাদের ফিফা র‌্যাংকিং ১৪। এবার তাদের অনূর্ধ্ব-১৭ মহিলা দল বিশ্বকাপে খেলবে। সুতরাং তাদের কাছে হারটা অপ্রত্যাশিত নয়। তবে ৭ গোল একটু বেশিই হয়ে গেছে।

বাংলাদেশ দল: রূপনা, আঁখি, মাসুরা (নার্গিস ৭৬ মি.) শামসুন্নাহার , শিউলি আজিম ( আনাই (৭৮ মি.) মনিকা , সানজিদা, মৌসুমী ( রিতুপূর্না ৭৬মি) স্বপ্না, মারিয়া, মারজিয়া।


আরো সংবাদ



premium cement
টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার মানুষের হাত-পা কেটে নিজেই ‘অপারেশন’ করতেন মিল্টন সমাদ্দার : হারুন প্রধানমন্ত্রীর সাথে নারী ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সকল