২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মেসিদের হারাতে যা বলেছিলেন পগবা

মেসিদের হারাতে যা বলেছিলেন পগবা - ছবি : সংগৃহীত

মাঠে ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিডফিল্ডার পল পগবা। দ্বিতীয়বারের মতো শিরোপা সেটিই প্রমাণ করে। শুধু মাঠের দুর্দান্ত পারফরম্যান্সই নয়, অসাধারণ মোটিভেট করার ক্ষমতাও রয়েছে পগবার। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ম্যাচের আগে টিম মিটিংয়ে জ্বালাময়ী বক্তৃতা দেন পগবা। সতীর্থদের নিয়ে শপথ করেন, মাঠে জান বাজি রেখে লড়াই করার। সতীর্থদের উজ্জীবিত করতে বলেন, ‘কে মেসি, আর কে মেসি নয়, কাউকে আমরা পরোয়া করব না। মাঠে আমরা খেলা দিয়ে স্রেফ তাদের হত্যা করব!’

শিরোপার দাবি নিয়ে রাশিয়ায় যাওয়া ফ্রান্স নিজেদের গ্রুপে চ্যাম্পিয়নই হয়। তবে সেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাই তাদের ফেলে দেয় কঠিন পরীায়। দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে হয় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনার। যে দলটিতে রয়েছেন লায়নেল মেসি নামের এক মহীরূহ, যার পায়ের জাদুতে ঘটতে পারে বহু কিছু। কঠিন এই পরীার আগে টিম মিটিংয়ে পগবা তাই সতীর্থদের উজ্জীবিত করতে দীর্ঘ এক বক্তৃতা দেন। সবাইকে মনে করিয়ে দেন নিজেদের শিরোপা ল্েযর কথা। 

তাই সেই প্রেরণা ও উদ্দীপনামূলক বক্তব্য ভিডিও করে টিএফ১। এত দিন পর সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বক্তব্যের শুরুটাই করেন উজ্জীবনী শব্দ চয়নের মাধ্যমে, ‘বন্ধুরা, ফুটবলার নয়, আমি আজ মাঠে সবাইকে যোদ্ধা হিসেবে দেখতে চাই। আমি আজকেই বাড়ি ফিরে যেতে চাই না। আমরা যাত্রাটা শেষ করব খুশি মনে। আজ রাতেই বাড়ি ফিরতে চাই না। আগামীকালও এই হোটেলে থাকতে চাই। আর চাই আজ রাতে একটা পার্টি দিতে। আমি চাই, আজ মাঠে আমরা সবাই এক সঙ্গেই মরব। আমরা প্রত্যেকেই একেকজন যোদ্ধা হবো, সৈনিক হবো। আমরা আজ আর্জেন্টাইনদের হত্যা করব। কে মেসি, কে মেসি নন, তার পরোয়া করব না। আমরা এই ফুটবল বিশ্বকাপটা জিততে এসেছি। সেরা হতে হলে অবশ্যই সেরাদের হারাতে হবে।’


প্রায় একই রকম বক্তব্য দেন উরুগুয়ের বিপে কোয়ার্টার ফাইনালে ম্যাচের আগেও। তার সেই ছোট্ট বক্তব্যও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। আর এ দিন তার বক্তব্যে নতুন মাত্রা যোগ করেন ফ্রান্সের আরেক বিশ্বকাপজয়ী নায়ক মাতুইদি। জুভেন্টাসের এই উইঙ্গার দুই হলুদকার্ড পেয়ে উরুগুয়ের বিপে ম্যাচটা খেলতে পারেননি। পগবা তার বক্তব্যে সতীর্থদের বলেন, ‘বন্ধুরা, আজো একই কথা বলব। পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আমরা যা করছি, সেটা অব্যাহত রাখতে হবে। তোমরা কি ১৫ জুলাই দেখতে পাচ্ছ। আমরা সবাই মিলেই তা দেখব! আজ মাতুইদি বেঞ্চে বসে থাকবে। তার জন্য হতাশার, বিরক্তিকর। অন্য যে কারো চেয়েও মাঠে বেশি কিছু করতে চায় সে, কিন্তু আজ খেলতে পারবে না। বেঞ্চে বসে থেকে তার বিশ্বকাপ শেষ হোক, এটা আমি চাই না। নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী ম্যাচে তাকে খেলার সুযোগ করে দিতে হবে। আজ মাতুইদির জন্যই ম্যাচটা জিততে চাই।’

আরো পড়ুন

পগবার প্রশংসায় ইব্রাহিমোভিচ

সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ফরাসি তারকা পল পগবা তার সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন বলে মনে করেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ জøাটান ইব্রাহিমোভিচ।

গত রোববার বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ফ্রান্স। গোটা আসরেই দিদিয়ের দেশ্যমের শিষ্যরা অসাধারণ দতা প্রদর্শন করেছে। এর মধ্যে কিলিয়ান এমবাপ্পের প্রদর্শনী ছিল রোমাঞ্চকর। দলকে নকআউট পর্বে পৌঁছে দেয়া এবং একে একে প্রতিপ দলগুলোকে হটিয়ে ফ্রান্সের এগিয়ে যাওয়ার পথে মধ্যমাঠে মুখ্য ভূমিকা পালন করেছেন পল পগবা। তার সৃজনশীল পাস ও কৌশলগত দতা প্রদর্শিত হয়েছে সাবলীলভাবে। ইব্রা সাংবাদিকেদর বলেন, ‘আমি তার (পগবা) সঙ্গে দুই বছর একই কাবে খেলেছি। নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা মানুষের রয়েছে। এটি তাদের মৌলিক অধিকার। তারা বিচার করার অধিকার রাখেন। তবে আমার মনে হয় (বিশ্বকাপে) এই ফলাফল পগবার হয়ে কথা বলেছে। আপনার মুখে কোনো কিছুর জবাব দেয়ার প্রয়োজন নেই। পায়ের মাধ্যমেও এর জবাব দিতে পারেন এবং দেখাতে পারেন আপনি কতটুকু সামর্থ্যবান। এর মাধ্যমেই আপনি নিজেকে প্রমাণ করতে পারেন। আমিও এ পথটিকে পছন্দ করি।’

সাবেক এই সুইডিশ সুপারস্টার বলেন, পগবা বয়সে তরুণ। বিশ্বকাপ জয় করেছেন।

 


আরো সংবাদ



premium cement