০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিচারকের ভূমিকায় ফারহানা মিলি

-

ফারহানা মিলি, ছোটপর্দার নন্দিত অভিনেত্রী। ‘মনপুরা’ সিনেমা দিয়েই যিনি মূলত দর্শকের মনে ঠাঁই করে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আর কোনো সিনেমায় তাকে অভিনয়ে না দেখা গেলেও দর্শক তাকে এক দশক পরও সেই ‘মনপুরা’ সিনেমাতে পরী চরিত্রে অভিনয়ের জন্য এখনো ঠিকই মনে রেখেছেন। ‘মনপুরা’য় অভিনয়ের তুমুল জনপ্রিয়তার পর মিলি নিজেকে শুধুই নাটক টেলিফিল্মে অভিনয়েই ব্যস্ত রেখেছেন। মাঝে মাঝে বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেলেও তারও সংখ্যা খুব কম। যেখানে অন্য অনেক অভিনয়শিল্পী অভিনয়ের পাশাপাশি নাচ, উপস্থাপনা কিংবা বিভিন্ন রিয়েলিটি শোর সাথে নানাভাবে সম্পৃক্ত হন, সেখানে মিলি নিজেকে শুধু অভিনয়েই ব্যস্ত রেখেছেন। তবে এবার নিজের চলার পথের ধারাবাহিকতা থেকে একটু বের হলেন। প্রথমবারের মতো ফারহানা মিলিকে বিচারকের ভূমিকায় দেখা যাবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই রাজধানীর শাহীন কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফার্স্ট বিএফ শাহীন কলেজ কার্নিভাল ২০১৯’। অনেক আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হচ্ছে ফটোগ্রাফি ক্লাব কর্তৃক আয়োজিত ফটোগ্রাফি এক্সিবিসন ও ফিল্ম ফেস্টিভাল। এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারহানা মিলি। তার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন তারই ছোট ভাই মেধাবী বিজ্ঞাপন নির্মাতা আশফাক উজ্জামান বিপুল।


আরো সংবাদ



premium cement