১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতটি দেশের গান নিয়ে ফরিদ আহমেদ

-

সাধারণত একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখ, বিজয় দিবস এলেই শিল্পীদের দেশের গান করার আগ্রহটা বেশি দেখা যায়। কারণ বিশেষ এই দিবসগুলোতেই দেশের গান বিভিন্ন চ্যানেলে, রেডিওতে প্রচার হয় আবার স্টেজ শোতেও তখন শ্রোতা-দর্শকের দাবি থাকে দেশের গান গাওয়ার। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বরেণ্য সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতটি দেশের গান নিয়ে হাজির হচ্ছেন। তার সুর সঙ্গীতে বিভিন্ন শিল্পী সাতটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন। সব গানই লিখেছেন কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামান। ফরিদ আহমেদের সুর-সঙ্গীতে রফিকুল আলম গেয়েছেন ‘একুশ কেবল একুশ নয়’, এ্যান্ড্রু কিশোর গেয়েছেন ‘পলাশের দিনে’, সামিনা চৌধুরী গেয়েছেন ‘শব্দ আহা শব্দ’, রুমানা ইসলাম গেয়েছেন ‘স্বর ব্যাঞ্জনে যে লিপি সাজানো’ দিনাত জাহান মুন্নী ও সাব্বির গেয়েছেন ‘অগ্নিদগ্ধ ফাগুনে আমরা’, চম্পা বণিক ও ইউসুফ গেয়েছেন ‘একটি সকাল একঝাঁক গুলি’। রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘আমি কথা বলি এই মাটির জন্য’ দেশের গানটিও লিখেছেন মোহাম্মদ রফিক উজ্জামান। সুর-সঙ্গীত করেছেন ফরিদ আহমেদ। তবে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রচার হওয়ার জন্য নয়। ফরিদ আহমেদ জানান, আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে রুমানা ইসলামের গানটি প্রচার হবে।


আরো সংবাদ



premium cement

সকল