০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


প্রথম মেকা নাইট মাতালেন হৈমন্তী রক্ষিত

-

গত ভালোবাসা দিবসে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশন ‘মির্জাপুর এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন’ অর্থাৎ মেকা আয়োজিত প্রথম ‘মেকা নাইট’ অনুষ্ঠিত হয় রাজধানীর আর্মি গলফ ক্লাব মিলনায়তনে। প্রায় সাত শ’ এক্স ক্যাডেট তাদের পরিবারসহ এই মেকা নাইটে অংশগ্রহণ করেন বলে জানান মেকা’র কোষাধ্যক্ষ নাজমুল হাসান আখন্দ। তিনি জানান মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রথম ব্যাচ থেকে পঞ্চাশ ব্যাচ পর্যন্ত বিভিন্ন ব্যাচের এক্স-ক্যাডেটরা মেকা নাইটে অংশগ্রহণ করে। এই নাইটে উপস্থিত ছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজের বর্তমান প্রিন্সিপাল বিমান রায় চৌধুরীও। মেকা’র প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম এস ইকবাল, বিপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি ও জেনারেল সেক্রেটারি আহমেদুল কবির শুভর সার্বিক তত্ত্বাবধানে মেকা নাইট অনুষ্ঠিত হয়। মূলত মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্র্থীদের মধ্যে এক অপূর্ব মেল বন্ধনের সেতু সৃষ্টির লক্ষ্যেই প্রথমবারের মতো এই মেকা নাইটের আয়োজন করা হয়। এতে সংস্কৃতি পর্বে সঙ্গীত পরিবেশন করেন এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত। ক্যাডেটদের সবার ভালোলাগার মতোই সঙ্গীত পরিবেশনে মগ্ন ছিলেন হৈমন্তী। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত টানা সঙ্গীত পরিবেশন করেন হৈমন্তী। হৈমন্তী মঞ্চে উঠে একে একে পরিবেশন করেন অশ্রু দিয়ে লেখা এ গান, সাগরের তীর থেকে, শেষ করো না, তোমার আকাশ দুটি চোখে, যখনই তোমায় দেখি, আকাশ প্রদীপ জ্বলে, সাত ভাই চম্পা, সাধের লাউ বানাইলো মোরে, এ এমন পরিচয়সহ আরো বেশ কিছু গান। হৈমন্তী বলেন, ‘মেকা নাইটে গান গেয়ে ভীষণ ভালো লেগেছে আমার। ক্যাডেট কলেজের অনুষ্ঠান বলে বেশ গোছানো অনুষ্ঠান ছিল। টানা অনেকক্ষণ গান গাইলেও সবার এত মনোযোগ ছিল গানের প্রতি, যে কারণে কোনোরকম ক্লান্তিবোধ আসেনি। বিশেষত, ধন্যবাদ মেকার কোষাধ্যক্ষ নাজমুল ভাইকে, কারণ তিনিই আমাকে এই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ করে দিয়েছেন।’ এ দিকে, গেল সপ্তাহে হৈমন্তী রক্ষিত আবারো সিঙ্গাপুর গিয়েছিলেন। বাংলাদেশী একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিলেন তিনি। হৈমন্তী জানান, এর আগে অনেকবার সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। কিন্তু এবারের শো’টি অন্যবারের চেয়ে একটু অন্যরকম ছিল।
ছবি : আলিফ হোসেন রিফাত


আরো সংবাদ



premium cement