০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


দুই সপ্তাহে মমর দু’টি সিনেমা

-

জাকিয়া বারী মম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তবে বছরজুড়ে তিনি নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন। কিন্তু তারপরও চলতি বছর তিনটি সিনেমায় দর্শক তাকে দেখছেন। এরইমধ্যে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমায় আলতা চরিত্রে মমর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। এবার দর্শক মমকে দু’টি নতুন রূপে দেখতে পাবেন দু’টি ভিন্ন চলচ্চিত্রে। আগামী ৯ নভেম্বর মুক্তি পাবে জাকিয়া বারী মম অভিনীত তানিম রহমান পরিচালিত ‘স্বপ্নের ঘর’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। অন্য দিকে, পরের সপ্তাহেই অর্থাৎ ১৬ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত সিনেমা ‘দহন’। ‘স্বপ্নের ঘর’ সিনেমায় মম অভিনয় করেছেন মারিয়া চরিত্রে এবং ‘দহন’ সিনেমায় মম অভিনয় করেছেন ‘মায়া’ চরিত্রে। পরপর দুই সপ্তাহে দু’টি সিনেমা মুক্তি প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘দুটো সিনেমার গল্প দুইরকম। এরই মধ্যে দুটো সিনেমারই ট্রিজার প্রকাশিত হয়েছে। দুটো সিনেমা দেখার জন্যই দর্শকের মধ্যে ভীষণ আগ্রহ আমি লক্ষ করেছি। আমি দুটো সিনেমা নিয়েই ভীষণ আশাবাদী। কারণ বাংলাদেশের সিনেমা দিনদিন যেভাবে ভালোর দিকে যাচ্ছে তাতে আমার মনে হয় স্বপ্নের ঘর এবং দহন দেখতে দর্শক হলমুখী হবেন নিশ্চয়ই। কারণ দুটো সিনেমাই দর্শকের দেখার মতো সিনেমা। ‘স্বপ্নের ঘর’ সম্পূর্ণ ভৌতিক সিনেমা। এর আগে দর্শক এই ধরনের সিনেমা বাংলাদেশে আগে দেখেননি। যে কারণে অনেকেই মনে করছেন এটা অন্যরকম সাড়া ফেলতে পারে। তবে যা হোক না কেন, দুটো সিনেমা নিয়েই আমার নিজের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে।’ গতকাল সকালের ফ্লাইটে মম কক্সবাজারে গিয়েছেন মম। সেখানে তিনি অঞ্জন আইচের রচনা ও নির্দেশনায় ‘রূপার সমুদ্র’, ‘আহা কক্সবাজার’ ও ‘ক্রমশ তোমার গল্প’ নাটকে অভিনয় করবেন। এই নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে থাকবেন কল্যাণ কোরাইয়া, অর্ষা, জোভান ও জনি। কক্সবাজারের শুটিং শেষে আগামী ৫ নভেম্বর ঢাকায় ফিরেই ‘স্বপ্নের ঘর’ ও ‘দহন’র প্রচারণায় নেমে যাবেন মম। এ দিকে শিহাব শাহীন পরিচালিত ‘মন ফড়িং’ সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়ে আছেন মম। শিগগিরই শুরু হতে পারে এই সিনেমার কাজ। একই পরিচালকের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement