০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


শ্রমিকদের হাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত

প্রতীকী ছবি - সংগৃহীত

পারিশ্রমিকের টাকা ‘পরিশোধ না করায়’ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম রশিদকে লাঞ্ছিত করেছে শ্রমিকরা। গত শুক্রবার রাত ১০টার দিকে বাহাগিলী ইউনিয়নের নান্নুর বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম রশিদ মোটরসাইকেল বহর নিয়ে বাহাগিলী ইউনিয়নের নান্নুর বাজারে পৌছলে তার গাড়িবহরের সামনে দাঁড়িয়ে গতিরোধ করে কয়েকজন নির্মাণ শ্রমিক।

নির্মাণ শ্রমিক মাসুম মিয়া, আরিফ আলী, ফকির মামুদসহ ৭জন শ্রমিক বলেন,‘ওই প্রার্থী ঢাকায় ঠিকাদারী করেন। এলাকার লোক হিসেবে আমরা তার অধীনে ৩ বছর আগে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছিলাম। কিন্তু তিনি আমাদের শ্রমের টাকা পরিশোধ না করে ৪ হাজার ২শ’ করে টাকা বাকি রাখে।’
তারা আরো বলেন, পরে ওই ঠিকাদারের সাথে যোগাযোগ করে টাকা চাইলে তিনি দিচ্ছি- দেব করে সময়ক্ষেপণ করে। ঘটনার দিন তার কাছে ওই পাওনা টাকা চাইলে তিনি উল্টোপাল্টা কথা বলেন, এসময় এক মধ্যস্থতাকারীর হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম রশিদ বলেন,‘ওই শ্রমিকরা আমার কাছে টাকা পাবে না। তারা টাকা পাবে আমার সাব ঠিকাদারের কাছে। আমার জনপ্রিয়তায় কাতর হয়ে আমার প্রতিপক্ষরা তাদের লেলিয়ে দিয়েছে।’


আরো সংবাদ



premium cement
গাজীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২ মুন্সিগঞ্জে লরিচাপায় এক পরিবারের ৩ জন নিহত আড়াইহাজারে মুরগি রান্নাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ চীন কিভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে হবিগঞ্জে এপেক্স শো-রুমে আগুন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা পশ্চিমি রাষ্ট্রগুলো সরাসরি সম্পৃক্ত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর করতে পারে চলমান তাপপ্রবাহের শেষ দিন আজ! ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিলো দুটি মার্কিন বিশ্ববিদ্যালয় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে বিবেচনা করছে হামাস ই-ফাইলিং এবং ই-রিটার্ন : একটি ঝামেলা-মুক্ত কর-মওসুম

সকল