০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচনে একমাত্র প্রার্থী খালেদা জিয়া, তার জন্য ভোট দিন : কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী - সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘এবার নির্বাচনে কেউ প্রার্থী নেই। এবারের নির্বাচনে একমাত্র প্রার্থী বেগম খালেদা জিয়া। তার জন্য ধানের শীষে ভোট দিন।’

বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলায় আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী। সকালে নির্বাচনী প্রচারে ঢাকা থেকে কুমিল্লার দিকে রওনা দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সভায় পুলিশের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আর নির্যাতন করবেন না। এক মাঘে শীত যায় না। ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন।’

কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের মুক্তির দিন, গণতন্ত্রের মুক্তি দিন। তাই ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

আপনাদের সব আছে। যদি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, তাহলে এ সরকার আপনাদের সাথে পারবে না ৷ আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আপনাদের বিজয় নিশ্চিত হবে। যেমন ৭১ সালের পাকিস্তানিরা পারেনি।’

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ‘ধানের শীষের সব প্রার্থী খালেদা জিয়ার প্রার্থী। তাই তাদের বিজয়ী করুন। আপনারা এক থাকলে কেউ আপনাদের ঠেকিয়ে রাখতে পারবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’

মনিরুল হক চৌধুরী বলেন, ‘দারোগা পুলিশ দিয়ে সব হলেও জোর করে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। আপনারা ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিন। আপনারা ঐক্যজোট বজায় রাখতে পারলে কেউ আপনাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’


আরো সংবাদ



premium cement
তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু সুন্দরবনে আগুন নেভেনি, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে সুন্দরবনের আগুন রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী

সকল