০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


অনৈতিকতার পথে ভালো ফল পাওয়া যায় না : শিক্ষামন্ত্রী

অনৈতিকতার পথে ভালো ফল পাওয়া যায় না : শিক্ষামন্ত্রী - সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কেউ অনৈতিক পথের খোঁজে নামবেন না।’ তিনি বলেন, ‘অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না।’

মঙ্গলবার চট্টগ্রামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে পাঁচ দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সারা দেশের ৮০৮ ছাত্রছাত্রী। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর চারটি অঞ্চলে বিভক্ত ছাত্রছাত্রীরা প্রধান অতিথি ডা. দীপু মনিসহ অতিথিদের সালাম জানায়। এ সময় অন্যান্যের মাঝে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২ তারিখ থেকে আমাদের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি আমাদের সবার জন্যই পরীক্ষা। সেই পরীক্ষায় যেন আমরা সবাই ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। সে পরীক্ষা যেন হয় একেবারে সম্পূর্ণভাবে প্রশ্নপত্র ফাঁসমুক্ত, নকলমুক্ত। অভিভাবক ও পরীক্ষার্থীদের কাছে আবেদন থাকবে, আপনারা কোনো ধরনের কোনো অনৈতিক কোনো পথের খোঁজে নামবেন না।’

দীপু মনি বলেন, ‘আপনাদের পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকমতো পরীক্ষা দেবে। ভালো ফলাফল করবে সেটাই আমরা চাই। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না।’

ডা. দীপুমনি শিক্ষার্থীদের অফুরন্ত সম্ভাবনাকে বিকাশের লক্ষ্যে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু জিপিএ ফাইভ প্রাপ্তির মধ্যে ডুবে না থেকে নিজেদের সুনাগরিক হিসাবেও গড়ে তুলতে হবে।’


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল