৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


কোটা আন্দোলনের নেতাকে মারধর করল রাবি ছাত্রলীগ

কোটা আন্দোলনের নেতাকে মারধর করল রাবি ছাত্রলীগ - সংগৃহীত

কোটা সংস্কার, নিরাপদ সড়ক চাই আন্দোলনসহ বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্টে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ।

জীবনের অভিযোগ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগের বড় ভাই ইমতিয়াজ আহমেদ আমাকে ফোন দিয়ে প্রথমে বঙ্গবন্ধু হলে ডাকেন। আমি তাকে স্যারের সাথে কথা বলে আসছি বলেছি। তার কিছুক্ষণ পর আমাকে টুকিটাকিতে ডাকেন। আমি সেখানে গেলে তিনি লাইব্রেরীর পেছনে (ছাত্রলীগের দলীয় টেন্টে) আসতে বলেন। সেখানে আসলে আমাকে চর থাপ্পর কিল ঘুষি মারেন ছাত্রলীগ নেতারা।

মারধরের কারণ জানতে চাইলে জীবন দাবি করেন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত আছি। এবং ছাত্রদলের কিছু কার্যক্রমে অংশ নেওয়ার ছবি আছে মোবাইলে। তা দেখে আমাকে দিয়ে মারতে থাকে।

এবিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তার ফেসবুকে কিছু সরকার বিরোধী স্ট্যাটাস পাওয়া যায়। তাকে মারধর করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনা জানা নেই।


আরো সংবাদ



premium cement
মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব কামাল হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ১২ চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু সমুদ্রসীমায় ২০ মে থেকে ৬৫ দিন‌ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে ২ নতুন মুখ ও নর্টিসহ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা শত কোটি টাকা আত্মসাৎ : বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা গাজা যুদ্ধ : জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদফতর মানিকগঞ্জে আ’ লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি মানববন্ধন গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

সকল