২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে মঙ্গলবার

-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী মঙ্গলবার পর্যন্ত। গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর শনিবার।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান জানান, এবারের ভর্তি পরীক্ষায় গতবারের থেকে সর্বমোট ১৪ টি আসন বৃদ্ধি করা হয়েছে যার মধ্যে চারটি চা-শ্রমিক কোটায়, বাকি দশটি বি ইউনিটের বিভিন্ন বিভাগে। এ বছর এ ইউনিটে ৬১৩, বি ইউনিটে ৯৯০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া কোটায় সর্বমোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্ত্বা ২৮, প্রতিবন্ধী ১৪, চা শ্রমিক ৪, বিকেএসপি ৬ ও পোষ্য কোটা ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।
তিনি জানান, আবেদন করতে হবে শাবির নিজস্ব ওয়েবসাইট থেকে ও ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেটের বিল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement