০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


এখনো বিপদ কাটেনি

এখনো বিপদ কাটেনি - ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় 'বুলবুল' আজ ভোর ৫টা সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করেছে বলে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার সকালে জানিয়েছে। তবে বিপদ এখনো কাটেনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ও জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী,চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী,ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের উপকূলীয় চর ও দ্বীপসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের পানির চেয়ে ৪-৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এসব এলাকার জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর আশপাশের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement