০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


কূটনৈতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি

কূটনৈতিকদের সাথে বিএনপির বৈঠক। - ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট অংশ নিবে এরকম ঘোষণা দেয়ার পরদিনই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কয়েকটি দেশের কূটনীতিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে উভয় পক্ষের কেউই তা গণমাধ্যমকর্মীদের জানাননি।

ধারণা করা হচ্ছে বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের অংশগ্রহণ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের লুকোচুরি, নির্বাচন কমিশনের ভূমিকা এসব বিষয়গুলেই কূটনীতিকদেরকে জানানো হতে পারে।

বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা মীর হেলাল, জেবা খান, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নি প্রমুখ।

এদিকে কূটনীতিকদের সঙ্গে বসার আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। মির্জা ফখরুল ছাড়াও অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

এদিকে নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর করলেও এতে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট খুব একটা খুশি নয়। সিইসি কে এম নুরুল হুদা আজ নতুন তফসিল ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
জ্বলছে সুন্দরবন, রাতে ছড়িয়ে পড়তে পারে আরো কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে সুন্দরবনের আগুন রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

সকল