২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভোরের প্রসব বেদনায়

-


একটি প্রাণজ ভোরের প্রসব বেদনায় দেখো
আকাশ কেমন রক্তিম হয়ে ওঠে
যেভাবে আমার মা আমাকে নিয়ে আসেন আলোয়
আমি সেই ভোরে আকাশের দিকে
তাকিয়ে একটি পূর্ণ দিনের আশায় ছিলাম
আমার বয়স সময়ের সিঁড়ি বেয়ে জাগ্রত ও লুপ্ত
সব সভ্যতা ছেড়ে আগামীর পথে গতিমান
গ্রিক, পারস্য, মেসোপটেমিয়া, মিসর, ভারতÑ
সব সভ্যতা পেয়েছিল আলোকিত ভোর
কেবল আমার গ্রাম জনপদ গঞ্জ-শহর
পেলো না একটি প্রার্থিত প্রাণময়
সকালের সাক্ষাৎ!

আমি ছটফট করছি মরছি অন্ধকারের গহিন গর্ভে
ধল প্রহরের অপেক্ষা কবে শেষ হবে জানি না কেউ

জানি না আরও কতটা শতক অনন্ত রাত্রির গহ্বরে
ভাসতে থাকব একটি ভোরের জন্য
আলোহীন প্রাণ দেখবে কি কখনো
বিপুলা পৃথিবী?

নীল যমুনার ঢেউয়ের মতো বহমান মহাকাল
একটি ভোরের কুসুম ফোটাতে আমরাই চলো তুলে দেই
সাহসের পাল।


আরো সংবাদ



premium cement