২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সোনারগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ জনের কারাদণ্ড

- ছবি: প্রতীকি

সোনারগাঁওয়ের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ১৩ জনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কিছু অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় সাইফুল ইসলাম (২৫), জসিম (৪৫), ফিরোজ (৩৫), আনোয়ার হোসেন (৪০), রাকিব (১৮), রুবেল (২১), মনিরুল ইসলাম (৩২), নুর মোহাম্মদ (২৪), রফিকুল ইসলাম (২৫), সুলতান মোল্লা (১৮), সালাউদ্দিন (১৮), ইউসুফ মোল্লা (২০) ও কুবায়েত হোসেনকে (৩৬) আটক করে প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড প্রদান করেন আদলত

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের শাস্তি দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের আরো অভিযান পরিচালনা করা হবে।


আরো সংবাদ



premium cement