২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পাটুরিয়া ফেরি ঘাটে সৃষ্ট যানজটে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির আশংঙ্কা

-

পদ্মায় নাব্যতা সংকটে শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শুক্রবার দুপুরের পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পন্য ও যাত্রীবাহী যানবাহন চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আসন্ন ঈদুল আযহার আগে পাটুরিয়া ফেরি ঘাটে সৃষ্ট যানজটে ঘরমুখী মানুষের দুর্ভোগের আশংঙ্কা করা হচ্ছে। এরুটে প্রয়োজনীয় সংখ্যক ফেরি ও নদীতে নাব্যতা থাকলেও প্রবল ¯্রােত-বাতাসে সৃষ্ট ঢেউ এরিয়ে ফুল লোডে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ফেরি চলাচলে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় প্রতিটি ফেরির ট্রিপ সংখ্যা কম হওয়ায় কাংক্ষিত যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাস-কোচসহ প্রাইভেটকার ও মাইক্রোবাসের পাশাপাশি পণ্যবোঝাই ৫শ’ ট্রাক পারের অপেক্ষায় ছিল। দুর্ভোগ লাগবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পার করায় পন্যবাহী ট্রাকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঈদের আগে-পরে ৬ দিন এ রুটে ফেরিতে সকল প্রকার পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্তে আটকে পড়া যানবাহন চালক-মালিকরা সংঙ্কায় ভুগছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটুরিয়া ফেরি বহরের ছোট-বড় ১৮টির সাথে অন্যরুটের আরোও ৩টি ফেরিযোগ হয়ে ২১টিতে দাড়িয়েছে। ঈদের আগে আরোও একটি রো-রো ফেরি বহরে যোগ হওয়ার কথা রয়েছে। পাটুরিয়া রুটে স¦াভাবিক সময়ে প্রত্যহ আড়াই হাজারের বেশি যানবাহন ফেরি পারাপার হলেও শিমুলিয়ায় অচলাবস্থার কারনে পাটুরিয়ায় বাড়তি যানবাহনের চাপে দীর্ঘ জটের সৃষ্টি হচ্ছে। ঈদের আগে পরিবহন চাপ আরোও কয়েকগুণ বৃদ্ধি পাবে। অতিরিক্ত চাপ সামাল দিতে কর্তৃপক্ষ বহরে ফেরির সংখ্যা বৃদ্ধি করছে।
এদিকে, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘœ করতে মানিকগঞ্জ নয়া জেলা প্রশাসক এসএম ফেরদৌস পাটুরিয়া ঘাট নিয়ন্ত্রণ কক্ষ ‘মোহনা’য় আন্তঃ বিভাগীয় বিশেষ এক সভার আয়োজন করে। সভায় যাত্রী হয়রানী রোধে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পাটুরিয়া রুটে ফেরির সংখ্যা বাড়ানো, ৩৩টি লঞ্চযোগে যাত্রী পারাপার, ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাকসহ ভারি যানবাহন পারাপার বন্ধ, মহাসড়কে যানবাহন চলাচল ও যাত্রী নিরাপত্তায় স্পর্শকাতর পয়েন্টে ৫শতাধিক পুলিশ, আনসার, র‌্যাব-আর্মড পুলিশ মোতায়েন ও যানজটে আটকে থাকা যাত্রীসাধারনের প্রকৃতির ডাকে ব্যবহারের জন্য সড়কের দু’ধারে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী শৌচাগার নির্মান কাজ শেষ করা হয়।
এছাড়া, ঈদের আগে পড়ে ঘাটের সার্বিক আইনশৃংখলা রক্ষায় মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম আজ শনিবার সকাল ১১টায় পাটুরিয়ায় আন্তঃ বিভাগীয় সভা আহবান করেছেন।


আরো সংবাদ



premium cement