০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান

-

এগারো.
একটু পরেই সিক্সথ জুলাই স্ট্রিট ধরে গাড়ি চালাল রেজা।
‘টেপ রেকর্ডারটা এনে ভালোই করেছ,’ সুজা বলল। ‘কাজ হতে পারে।’
এয়ার টার্মিনালের পার্কিং লটে গাড়ি রেখে হেঁটে চলল দু’জনে। আকাশের দিকে মুখ তুলে সুজা বলল, ‘ওই যে, বাবার প্লেন।’
রূপালি ডানার সুন্দর ছোট্ট বিমানটার দিকে তাকিয়ে রইল দু’জনে। কে চালাচ্ছে, জানে ওরা। আমেরিকান এক তরুণ পাইলট, বিল ডাউসন।
টার্মিনাল পার হয়ে যখন হেঁটে চলেছে রেজা-সুজা, প্লেনটা তখন রানওয়ে ধরে এগিয়ে গিয়ে এয়ারপোর্ট বিল্ডিংয়ের সামনে থেমেছে।
প্লেন থেকে নেমে এলেন মুরাদ সাহেব। দুই ছেলে গিয়ে দুই হাত চেপে ধরল ওর। মুরাদ সাহেব জিজ্ঞেস করলেন, ‘কেমন আছো তোমরা? রেডের কী খবর?’
‘গতকালকের খবর,’ জবাব দিলো সুজা, ‘অবস্থার কোনো উন্নতি হয়নি। আজকের খবর জানি না।’
‘তাহলে চলো, আগে হাসপাতালেই যাই।’
‘হাই রেজা! হাই সুজা!’ ডাক শুনে ফিরে তাকাল দুই গোয়েন্দা।
হাসিমুখে ওদের দিকে হাত নাড়ছে বিল ডাউসন।
হাত নেড়ে ডাউসনের ‘হাই’-এর জবাব দিলো রেজা-সুজা।
মুরাদ সাহেব বললেন বিলকে, ‘আমরা বসছি। তুমি প্লেনটা হ্যাঙ্গারে রেখে এসো। হাসপাতালে যাওয়ার পথে তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে যাবো।’
‘লাগবে না,’ বিল বলল। ‘আমার দেরি হবে। প্লেনটাকে সাফ-সুতরো করে একবারেই বাড়ি যাবো। আপনারা যান।’
পার্কিং লটে এসে মুরাদ সাহেবের সঙ্গে গাড়িতে উঠল দুই ভাই।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement