২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টানা ৪৮ ওভারে ০ উইকেট! বুমারার ক্যারিয়ারের ১২টা বাজিয়ে দিয়েছে কিউইরা!

বুমরার অফ ফর্ম চলছেই - ছবি : সংগ্রহ

কোথায় হারিয়ে গেলেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা! সমর্থকরা এখন সেই প্রশ্নই তুলছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে টুইটারে হঠাৎই ট্রেন্ডিং জসপ্রীত বুমরা। দুরন্ত কোনো পারফরম্যান্সের সুবাদে নয়। বিবর্ণ বুমরাই হঠাৎ আলোচনায় উঠে এসেছে। সমর্থকদের একাংশ বলে দিচ্ছেন, এই বুমরা আমাদের পরিচিত নয়।

গত বছর বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন ইংল্যান্ডের মাটিতে। ১৮ উইকেট শিকার করেছিলেন গোটা টুর্নামেন্টে। তার আগে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছিলেন বুমরা। তবে গত বছরের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের সফরের সময়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে তারকা বোলারের। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরেই ছিলেন।

বছরের বাকি সময় খেলতে না পারলেও চলতি জানুয়ারিতে ফের একবার প্রত্যাবর্তন করেছিলেন স্পিডস্টার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি২০ সিরিজেও ছিলেন তিনি। তবে চারটে সিরিজ খেলার পরেও এই বুমরা অতীতের ছায়ামাত্র।

২০২০ সালে বুমরা প্রত্য়াবর্তনের পরে মাত্র ৯ উইকেট শিকার করেছেন। তা একেবারেই বুমরা-সুলভ নয়। চলতি টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ছন্দে নেই। বুমরার অফ ফর্মের কারণেই ওয়েলিংটনে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউইরা। নিজের লেংথ বজায় রেখে বোলিং করতে যেমন ব্যর্থ হচ্ছেন তারকা পেসার, তেমনই অধিকাংশ বল ফুল লেংথে অথবা শর্ট লেংথে করছেন যা একেবারে ড্রাইভ করার পক্ষে আদর্শ।

ইশান্ত শর্মা গোড়ালির চোট সারিয়ে ফিরে এসে ৩ উইকেট দখল করেছেন। কেন উইলিয়ামসন ৮৯ করে গেছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বুমরার অফ ফর্ম। এমন রংহীন বুমরাকে দেখার পরে টুইটারে সমর্থকরা বলে দিয়েছেন, বুমরার অফ ফর্ম মোটেই ভালো ইঙ্গিত নয়। তারা রীতিমতো পরিসংখ্যান ঘেঁটে জানিয়ে দিয়েছেন, টানা ৪৮ ওভার নিউজিল্যান্ডে বোলিং করেও উইকেট তুলতে পারেননি তিনি। পাশাপাশি, নতুন বছরে ফিরে আসার পরে বুমরা মাত্র ৯ উইকেট নিয়েছেন। এতেই আশঙ্কা আরো লাগামছাড়া হয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল

সকল