২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

-

প্রথমদিন ১০১ রানে পাঁচ উইকেট হারিয়ে ছিল ভারত। আজ শনিবার সেই ধারাবাহিকতায় মাত্র এক ঘণ্টা ক্রিজে টিকে ছিল বিরাট বাহিনী। কিউই বোলারদের তাণ্ডবে ১৬৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। পরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় ভারতকে ছাড়িয়ে যায় কিউইরা। দিন শেষে ৫১ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

সকালে ১২২ রান নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রান যোগ করে ভারত। আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে এবং ঋষভ পান্ত দু'জনের কেউই দলকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৩৮ রানে অপরাজিত থাকা রাহানে আজ হাফ-সেঞ্চুরিও পূর্ণ করতে পারেননি। ৪৬ রানে টিম সাউদির শিকার হন। এর আগে দিনের শুরুতেই দলে ৯ রান যোগ করে ফিরে যান পান্ত। এরপর মোহাম্মদ শামির ২১ রানের সুবাদে ১৬৫ রানের ইনিংস পায় ভারত।

পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দলীয় ২৬ রানে ওপেনিং জুটি ভাঙেন ইশান্ত শর্মা। ব্যক্তিগত ১১ রানে টম লাথামকে ফেরান তিনি। পরে টম ব্লান্ডেলের সাথে জুটি বাধেন অধিনায়ক উইলিয়ামসন। এই জুটি খুব বেশি পথ একসাথে চলতে পারেননি। দলীয় ৭৩ রানেই সাজঘরে ফেরেন ব্লান্ডেল। তবে রস টেইলরকে সাথে নিয়ে উইলিয়ামসন দলকে ভালো অবস্থানে নিয়ে বিদায় নিয়েছেন। শতকের পথে পা বাড়ালেও থেমে গেছেন ৮৯ রানে। ১৫৩ বলে দুর্দান্ত ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন ১১টি। টেইলর অর্ধশত থেকে ৬ রান দুরে থাকতেই সাজঘরে ফিরেছেন।

দিনশেষে দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২১৬ রান। ৫১ রানের লিড নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড।

ভারতের ইশান্ত শর্মা সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।


আরো সংবাদ



premium cement