২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিপিএলের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুশফিকের অসন্তোষ

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খোশ মেজাজে থাকতে পারে, তবে জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম বিপিএলে পারিশ্রমিক বৈষম্য নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে মুশফিক পাবেন ৫০ লাখ টাকা। কিন্তু একই ক্যাটাগরির বিদেশি ক্রিকেটার পাবেন ৮৪ লাখ টাকা।

মুশফিক বলেন, এটা স্থানীয় ক্রিকেটারদের জন্য অসম্মানের।

বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি যদি দেখেন তামিম (ইকবাল), সাকিব (আল হাসান)- আমরা বছরে মাত্র একটি টি২০ লিগ খেলি এবং বিদেশি ক্রিকেটারদের চেয়ে কম পারিশ্রমিক পাই। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অসম্মানের।’

‘এ প্লাস’ ক্যাটাগরির মতো অন্য ক্যাটাগরিতেও বিদেশি ক্রিকেটারদের তুলনায় স্থানীয় ক্রিকেটাররা কম টাকা পাচ্ছেন।

মুশফিক বলেন, এই ধরনের বৈষম্য ভবিষ্যতে হওয়া উচিত নয়।

এবছর খুলনা টাইগার্সের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা। ইউএনবি


আরো সংবাদ



premium cement