০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


আজ গ্যালারিতে থাকবেন সাকিবের মা-বাবা

আজ গ্যালারিতে থাকবেন সাকিবের মা-বাবা - সংগৃহীত

ছেলে বিশ্ব সেরা খেলোয়াড়, অথচ কখনো গ্যারারিতে বসে খেলা দেখেনি তার বাবা-মা। এবার ছেলের আবদার রাখতে ইংল্যান্ডে চলে গেছেন সাবিক আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল ও মা শিরিন রেজা। এরই মধ্যে তারা নটিংহ্যামে পৌঁছে গেছেন। বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। মাঠে বসেই ছেলের পারফরম্যান্স দেখবেন সাকিবের বাবা-মা।

টানা তৃতীয়বার বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা লাগিয়ে সাকিব খেলছেন বিশ্বমঞ্চে। এই কীর্তি ক্রিকেটের ইতিহাসে নেই অন্য কারও। এখন পর্যন্ত যত ম্যাচে খেলতে নেমেছেন সবগুলোতেই আলো ছড়িয়েছেন ব্যাট-বলে। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও উঠে গেছেন শীর্ষে। চার ম্যাচে দুটি ফিফটি প্লাস ইনিংসের পাশাপাশি দুটি সেঞ্চুরি জমেছে সাকিবের নামের পাশে।

ওভাল, কার্ডিফ, ব্রিস্টল আর টন্টনে খেলেছে বাংলাদেশ। সাকিবের পাশেই ছিলেন তার স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিবের বাবা-মা। অনেকটা ছেলের ইচ্ছা পূরণেই ইংল্যান্ড গিয়েছেন সাকিবের বাবা-মা। সাকিব আগে থেকেই ভিসার কাজ করে রেখেছিলেন। ঈদ থাকায় যেতে পারেননি তারা।

বুধবার (১৯ জুন) বাংলাদেশ থেকে ইংল্যান্ডের বিমান ধরেন সাকিবের বাবা-মা। লন্ডনে নেমেই তারা ম্যাচের ভেন্যু নটিংহ্যামে পৌঁছান।

বহু ম্যাচেই সাকিব ম্যাচ সেরা, সিরিজ সেরা কিংবা টুর্নামেন্ট সেরা হয়েছেন। কিন্তু ছেলের এমন সব পারফরম্যান্স সরাসরি কখনও দেখা হয়নি সাকিবের বাবা-মায়ের। এই বিশ্বকাপের দুটি ম্যাচেও সাকিব ম্যাচ সেরা হয়েছেন। এবার ছেলের দুর্দান্ত পারফর্ম মাঠে বসেই দেখতে পারবেন তারা। গ্যালারিতে উপস্থিত থেকে লাল-সবুজের দলকে সরাসরি সমর্থন জানানোর সুযোগ পাচ্ছেন ছেলের ইচ্ছা পূরণ করতে গিয়ে।

দেশ ছাড়ার আগে সাকিবের বাবা বলেন ‘আমি কখনও মাঠে বসে সাকিবের খেলা দেখিনি! এমনকি তার মাকে নিয়েও যাওয়া হয়নি। এবার ছেলের ইচ্ছাতেই সিদ্ধান্ত নিয়েছি গ্যালারিতে বসে তার খেলা দেখব। তাকে ও দেশকে সমর্থন জানাব। সাকিবের নিজেরও ইচ্ছা ছিল আমি ও তার মা যেন এবার গ্যালারিতে বসে বিশ্বকাপ খেলা দেখি। এজন্য সে যাওয়ার আগে ভিসা করে দিয়েছে। ছেলে মাঠে খেললে আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। টিভিতে সরাসরি খেলা দেখতে গেলেও আমার একই অবস্থা হয়। তাই বাড়ির বাইরে পায়চারি করি। পরে ম্যাচের হাইলাইটস দেখে নেই। তবে, যতক্ষণ খেলা চলে ততক্ষণ খোঁজ রাখি।’


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল