০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


দেড় মাস পরিশ্রমের ফল মিলছে : সাকিব

দেড় মাস পরিশ্রমের ফল মিলছে : সাকিব - ছবি : ইএসপিএনক্রিকইনফো

এ বারের বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গার জন্য আবেদন করেছিলেন তিনি। অধিনায়ক মাশরফি মর্তুজ়া তার দলের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসানের আবেদন মেনে নিয়েছিলেন। সাকিবের যুক্তি ছিল, বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান তিনি।

সাকিব বলছিলেন, ‘‘তিন নম্বরে ব্যাট করতে চেয়েছিলাম এই কারণেই যে, তা হলে খেলার সুযোগ অনেকটা বেশি পাব। এর আগে পাঁচ নম্বরে ব্যাট করতে নামতাম। তখন বেশির ভাগ সময়ে ব্যাট করতে নামতাম ৩০ ওভারের পরে। যার ফলে আমার অসুবিধাই হতো।’’

সোমবার সমারসেটের মাঠ টনটনে ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করতে নেমে বিশ্বকাপের দ্বিতীয় শতরানটি পেয়ে গেলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের খেলা বৃষ্টিতে শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। তার আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১ রান করেছিলেন সাকিব। আর এ দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ৯৯ বলে অপরাজিত ১২৪ রান। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে সাকিব করেছিলেন ৭৫ রান। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও তিনি করেন ৬৪ রান। ফলে চার ইনিংসে এ পর্যন্ত সাকিবের রান দাঁড়াল ৩৮৪। এ বারের বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ রান বাংলাদেশের এই ক্রিকেটারের। তার পিছনে রয়েছেন অ্যারন ফিঞ্চ (৩৪৩), রোহিত শর্মা (৩১৯) ও ডেভিড ওয়ার্নার (২৮১)।

ম্যাচের পরেই বাংলাদেশকে জিতিয়ে ম্যাচ সেরা সাকিবের প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘‘উইকেটে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে প্যাভিলিয়নে ফেরার আনন্দই আলাদা। দারুণ লাগছে। প্রথম ইনিংসের পরে আমাদের মাথায় ছিল, এই পিচে ঠান্ডা মাথায় যদি ব্যাট করতে পারি, তা হলে আমরা জিতেও যেতে পারি। সেই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়েছে।’’

এর পরেই নিজের এই ব্যাটিং সাফল্যের রহস্য সম্পর্কে সাকিব বলেন, ‘‘গত দেড় মাস ধরে নিজের ব্যাটিং নিয়ে অসম্ভব খেটেছি। এখন সেই পরিশ্রমের ফল মিলছে।’’
এ দিন দ্বিতীয় শতরান করার পরে একই সঙ্গে অনেক নজির গড়লেন সাকিব। এ দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরানের ফলে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ছ’হাজার রান পূর্ণ করলেন তিনি। ক্রিকেট জীবনে এটি তার নবম ওয়ান ডে সেঞ্চুরি।


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের সাথে যা ঘটেছিল পর্ন তারকা স্টর্মির মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় নির্বাচনে আটক ৩, প্যানেল চেয়ারম্যানের কারাদণ্ড নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড

সকল