৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশের শক্তি জানা আছে শ্রীলঙ্কার!

বাংলাদেশের শক্তি জানা আছে শ্রীলঙ্কার! - সংগৃহীত

মেঘ জমেছে বিস্টলের আকাশে। এই মাঠেই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। খেলা নিয়ে শঙ্কা দেখা দিলেও উত্তেজনার কিন্তু কোনোই কমতি নেই। এটা বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচ। শ্রীলঙ্কারও। বাংলাদেশের মতো তিনটি ম্যাচই খেলেছে শ্রীলঙ্কা।

সমান তিনটি ম্যাচ খেলে দুই দলের একটি করে জয় থাকলেও বাংলাদেশের চেয়ে পুরো ভিন্ন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে হাতুরেসিংহের শিষ্য লঙ্কানরা। পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট হয়েছে ভাগাভাগি তাদের। আবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম জয়টা আসলেও আগের ম্যাচগুলোতে লঙ্কানদের পারফরমেন্স খুব বেশি আশাব্যঞ্জক নয়। আর তাই শ্রীলঙ্কা দল ও টিম ম্যানেজমেন্টের দৃষ্টি বাংলাদেশের শক্তির জায়গাগুলোর দিকে। শ্রীলঙ্কান ব্যাটিং কোচ জন লুইসও বললেন একই কথা।

মঙ্গলবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান ব্যাটিং কোচ জন লুইস বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরে দলকে করলেন সতর্ক। তিনি বলছেন,‘ওরা খুবই ভালো দল সন্দেহ নেই। সূচির কারণে শুরুটা শক্তিশালী দলের সঙ্গে হলেও ওদের পারফরম্যান্স ওদের হয়ে কথা বলেছে। এমনকি যেসব ম্যাচ ওরা জেতেনি সেখানেও। এটাই প্রমাণ করে ওরা সবার জন্য প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী।’

তাহলে কি তিনি মেনে নিলেন যে, বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে শ্রেয়তর দল? সেটা অবশ্য তিনি বলেননি। তবে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকেও পিছিয়ে রাখতে নারাজ শ্রীলঙ্কান এই ব্যাটিং কোচ। আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপে নিজেদের একমাত্র জয়টাও ছিল খুবই কষ্টকর। তারপরও তিনি মনে করেন ম্যাচের ফল দিয়ে তাদের পারফরম্যান্স সেভাবে বোঝা যাচ্ছে না। তাই নিজেদের নিয়েই ভাবতে চান আপাতত, ‘বাংলাদেশ শক্তিশালী জানি, কিন্তু আমাদের মনোযোগ আমাদের ঘিরেই থাকবে। প্রতিপক্ষ যেমনই হোক নিজেদের ওপর আত্মবিশ্বাস আমাদের আছে।’

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই উত্তেজনার পসরা সাজিয়ে বসা। কিন্তু সেসব ম্যাচে পারফরমেন্স তো লঙ্কানদের কথা বলেনি। পারফরমেন্স হেসেছে বাংলাদেশের দিকে তাকিয়েই। কিন্তু তারপরও আশাবাদী শ্রীলঙ্কার ব্যাটিং কোচ। তার কথায়,‘শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ফল খুব ভালো। তাই ম্যাচটা সহজ হবে না জানি। তবে এটা বিশ্বকাপ, দ্বিপক্ষীয় সিরিজ থেকে সাধারণত এখানকার পরিস্থিতি ভিন্ন হয়।’


আরো সংবাদ



premium cement